ন‍্যায়বর্জিত রাজাদেশ, বজ্রপাত শিরে,
অহরহ বর্ষিত, জনার্দন জনতা জীবনে,
সুবোধ সুশীল অরণ‍্য, দাবানল রোষে,
আকণ্ঠ উন্মত্ত লোভ, ছারখার করে।


লোলুপ দৃষ্টির প্রকোপ, রক্তিম অম্বর,
অন্তহীন বিক্রি মূল‍্য, নিষ্ফল দরবার,
চতুর্দিকে ফণা ধারী, বিষাক্ত কাকোদর,
অনর্থক প্রাণহানি, অনন্ত ভ্রষ্টাচার।


দুর্বৃত্ত তোষণরাজে, নৃপতি, পূঁজিপতি,
অঙ্গুলি সঙ্কেতে বলবৎ, সর্বত্র দুর্নীতি।
প্রজাপালন মন্ত্রে দীক্ষা, একদা বহুরূপী,
উপবিষ্ট সিংহাসনে, নীতি, সংযম, সংহারী।


রাজকীয় ঔদ্ধত‍্য, অসীম জ্বালামুখী,
লাভা স্রোতে বহমান, বন্ধুত্ব, সম্প্রীতি।
বৈভব প্রাচুর্য মাঝে, অনন্ত বিলাসী,
ক্ষণে ক্ষণে বর্ষিত, কুম্ভিরাশ্রু বারি।


কল্প মহামানবের স্বপ্নে, বুঁদ দেশবাসী,
স্বীয় ক্ষমতা প্রদর্শনে, ঘোর অনাগ্রহী,
ধর্ণার জিগির তবু, অগতির গতি,
বৃহৎ সংগ্রাম বিনা, বিপন্ন বসতি।