অবিশ্রান্ত বর্ষণের, কৃষ্ণবর্ণ মেঘমালা,
পূর্ণ খাল, বিল, পুকুর, নদী, নালা,
তীব্র জলস্রোতে ঘর, বাড়ি, যায় ভেসে,
শুরু হয়, সরকারি ত্রাণ বন্টনের মেলা।


অস্থায়ী ছাউনির, অরক্ষিত জীবন সংগ্রাম,
ফি বছর নেতা মন্ত্রিদের বহু জনসমাগম,
ঝুড়ি ঝুড়ি আশ্বাসের ঝুলি উপুড় করে,
অনুদান ও ঋণ মেলার বন্দ‍োবস্তের মহা সংগম।


সবটাই পরে হয়ে যায়, একান্তই দলীয় প্রচার,
সুকৌশলে সরকারই হয়, সাফল‍্যের দাবিদার,
অন‍্যান‍্য দলগুলো, কাদা ছোঁড়াছুঁড়িতেই শেষ ,
পুনরায় ভোটে জিতে, পুনর্বহাল পুরোনো সরকার।


নির্দিষ্ট  নির্ঘন্টে ভোট আসে, ভোট চলে যায়,
পঞ্চবার্ষিক পরিকল্পনায়, কত কাঁটা ছেঁড়া হয়,
বন‍‍্যা দুর্গতরা থেকে যায়, সেই একই তিমিরে,
ভিক্ষার পাত্র হাতেই, দিনগুলো পার হয়ে যায়।


জীবন সায়াহ্নে এসে, জীবনের হিসেব নিকেশ,
জন্ম থেকেই নিঃস্ব হওয়ার, থেকে যায় রেশ,
তাও নতুন প্রজন্ম, কিছু কিছু নাড়াচাড়া করে,
পরিসংখ্যানে একই উত্তর: শুণ‍্যতেই সমস্ত নিবেশ।