বৃষ্টি যখন ধেয়ে এল, দুপুর রোদের মাঝে,
কাক গুলো সব ভিজে ভিজে, আনন্দেতে নাচে,
কলাগাছের পাতার ধূলো, ধুয়ে ধুয়ে আসছে নিচে-
গাছগুলো সব শরীর ভেজায়, অঝোর ধারা পাতে।
স্কুল ফেরতা ব‍্যাগ বাঁচাতে, দাঁড়ায় শেড এর নিচে,
মাছরাঙারা পুকুর মাঝে, উড়ছে ডানা মেলে,
পানকৌড়ি মাছের পিছে, যাচ্ছে জলে ডুবে,
পাড়ার যত বাঁদর ছেলে, জুটল মাঠের মাঝে।


আজকে বিকেল বৃষ্টি মুখর, মন টা উচাটনে,
হতাম যদি চাতক পাখি, বৃষ্টি ভিজে তৃপ্ত দেহে,
কিংবা অঝোর জলের ধারার সুরের মূর্ছনাতে,
দেখা হতো হটাৎ করেই মনের মহল্লাতে-
হৃদয় জুড়ে রামধনুটা, উঠত ফুটে আলো করে,
না বলা সব মনের কথা, থাক না গহীন মনে,
বৃষ্টি পড়ে আপনমনে, অঝোর ধারায় ঝরেই চলে,
কার অন্তর ব‍্যাকুল হলো, কেউ কি কিছু জানে?


বাদল মুখর সন্ধ‍্যাবেলায়, পাখিরা সব বাসায় ফেরে,
শাবকরা সব আকুল ভিজে, মা এর শরীর খোঁজে,
মা পাখিটা ডানা ম‍েলে, শাবক গুলো আড়াল করে,
সারা দিনের ক্লান্তি নামে, চোখটা বুঁজে আসে।
রাত টা যখন গভীর হলো, মেঘটা গেল কেটে-
চাঁদের হাসি ভুবন জুড়ে, কালো মেঘের ফাঁকে,
ঠাণ্ডা হাওয়ায় শরীর জুড়োয়, ঘুমের দেশে স্বপ্নাবেশে,
চেনা পরশ নিবিড় করে আলিঙ্গনে বাঁধে।