চেতনা তুমি ঘুমোও,
তোমার ঘুমের জন্য-
সারি দিয়ে নেশার দোকান খোলা,
তোমাকে লুপ্ত করার জন্য-
মানসিক যন্ত্রণা দেবার হাতিয়ার এর বিশ্বমেলা,
তোমাকে বিভ্রান্ত করতে-
স্বার্থসিদ্ধির গোলকধাঁধার খেলা।


তোমার  অবলুপ্তিতে সৃষ্ট-
আদিম রিপুর ভয়ঙ্কর রূপান্তর,
তোমাকে ধ্বংস করে জাগ্রত-
বৃহৎ শক্তির লোলুপ আগ্রাসন,
তোমাকে বন্দি করে অপহৃত-
জীবনের ন্যুনতম প্রয়োজন।


মেরুদণ্ডহীন জাতির আজ শুধুই মৃত্যুর অধিকার,
রাজনৈতিক শক্তির নিস্পেষণে-
শরীরের ছিবড়ে গুলোর নিরন্তর হাহাকার,
পুঁজিবাদের চক্রান্তে-
সর্বস্বান্ত মানুষের, শুধুমাত্র উচ্ছিষ্টই আহার।


কোথায় সেই নির্ভীক নিষ্পাপ চেতনার নেতৃত্ব?
মুষ্টিবদ্ধ হাতে অধিকার আহরণের দৃষ্টান্ত?
দলবদ্ধ ভাবে ছুটে যাওয়া নৈতিকতার পক্ষে?
নেই, হয়ত সারা পৃথিবীতেই, নেই,
থাকলে, অনৈতিকতার দামামা হতো বন্ধ,
এক জাতি এক প্রাণ হয়ে
মনের জানলা থাকতো উন্মুক্ত।