যত্ন করে বসে,
ছবি আঁকতে গিয়েই
এঁকে ফেললাম প্রথমেই-
মানুষের একটা মুখ।
তারপর শরীর আঁকতে গিয়ে-
হটাৎ মুখটা বলে উঠল:
বল দেখি আগে
আমি ছেলে না মেয়ে?


আমি বললাম:
আমি তো আঁকছি, একটা ছেলে,
হতচ্ছাড়া বাউণ্ডুলে,
লম্বা লম্বা সোনালী চুলে,
গোঁফ দাঁড়ি কামিয়ে,
পরিপাটি বেশে মঞ্চে দাঁড়িয়ে,
স্পানিশ গিটার টা গলায় ঝুলিয়ে,
পপ্ সঙ্গীত গাইছে।


মুখটা বলল:
ধুস্ বাজে! ওসব সেকেলে,
আমাকে বানাও একটা মেয়ে,
শরীরটা ধারালো ঝকঝকে,
স্বল্পবাসে দাঁড়িয়ে আছে-
সমুদ্রের তীরে।
দেখবে, ছবিটা নিলামে উঠছে,
বলতো কতো দাম হবে?


আমি তাড়াতাড়ি
চোখটা আর মুখটা দিলাম বেঁধে!
এঁকে ফেললাম, রাজপথের পাশে,
এক ল‍্যাম্পপোষ্টের সাথে,
এক কিশোরী-
আষ্টেপৃষ্ঠে বাঁধা শিকলে,
চারপাশে জ্বলছে আগুন।
বড় করে লিখে দিলাম: "আর কতদিন?"


নারী নিগ্রহের প্রতিবাদী পোষ্টার হিসেবে,
উৎসর্গ করলাম ছবিটিকে।