পূর্ব ঘোষণা অনুযায়ী নিম্নচাপটি আসেনি স্থলভাগে,
তবে মাঝে মাঝেই বৃষ্টিটা হচ্ছে বেশ মূষলধারে,
সামনে পুকুরটায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে,
দুটি মাছরাঙা, আর কয়েকটি পানকৌড়ির মধ‍্যে।
অকাল বর্ষণ হলেও, আমেজটাতো বদলে গেল,
বৃষ্টিভেজা দুপুরটায়, একটু যেন স্বস্তি ফিরে এল।


মনের ভেতরটা হাঁকুপাঁকু করছিল, অনেকক্ষণ ধরেই,
এই সময়গুলো একসময় কাটত বৃষ্টিতে ভিজে ভিজেই,
বেরিয়ে পড়লাম রাস্তায় কোনও ছাতা বা বর্ষাতি ছাড়াই।
হটাৎ মনে হল বয়সটা যেন কমে গেছে অনেকটাই,
ভালোলাগাটা ক্রমে ক্রমে গিলে ফেলল সারা শরীরটাই.
বৃষ্টি ভেজা মনে জাঁকিয়ে বসল, অতৃপ্ত বাসনাগুলোই।


সেই বৃষ্টি ভেজা দুপুরে, মনকেমনের লাগামটা ছিঁড়তেই,
পুরোনো স্মৃতি ভেসে এল, বিস্মৃতির অবগুণ্ঠন সরিয়ে,
নানান রঙের প্রজাপতিগুলো উড়তে লাগল চারপাশে।
নিম্নচাপটি আসেনি, বৃষ্টিটা থামলেই, রোদ্দুর আসবে,
আবার গ্রীষ্মের দিন, ভ‍্যাপসা গরমের সম্ভাবনা নিয়েই,
আমি কিন্তু তখনও মনে মনে বৃষ্টির মধ‍্যে, এই আমেজেই।