দাদু থাকেন খাটেই শুয়ে, শরীর ভীষণ খারাপ,
হাঁটতে গেলেই টলে পা টা, পড়েন ধপাস ধপাস,
কাশির ব্যামোর ওষুধ খেয়ে, ঘুমান সারা রাত,
বাতের ব্যাথায় মাঝেমঝেই, সটান কুপোকাত।
আলমারিতে রাখেন টাকা, কোমরে চাবি বাঁধা,
দরজা জানলা বন্ধ করে গুণতে থাকেন টাকা।
চির যুবক বনবিহারী ফাইফরমাশ খাটে,
বৌমারা সব মিটিং ক'রে, সন্ধ্যে বেলা ছাদে,
দাদু কে দেখা শোনার জন্য বিহারীকেই রাখে।
দুপুর বেলা দাদু যখন ঘুমিয়ে অচেতনে,
নতুন চাবি বানিয়ে আনে, দাদুর চাবি নিয়ে,
পুরোনো চাবি সন্তর্পণে, রাখে যথাস্থানে।
কদিন পরে দাদুকে নিয়ে, বিহারী যায় বাগানে,
বৌমারা সব গলদ ঘর্ম, আলমারী খোলে না যে!
সময় কাটে নানান প্যাঁচে, বন্ধ পাল্লা বন্ধই থাকে,
এমন সময় বিহারী আর দাদু ঢোকেন ঘরে।
নতুন চাবি হাতে নিয়ে, দাদু হাসেন হো হো করে,
বলেন: এইটি খুলতে কিন্তু দুইটি চাবি লাগে।
এই আসরের আমার অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় কবি শ্রীযুক্ত জগদীশ চন্দ্র মণ্ডলের রম্য রচনা গুলি পড়ে, অনুপ্রাণিত হয়ে লেখা।
তাই কবিতাটি শ্রদ্ধেয় কবি শ্রীযুক্ত জগদীশ চন্দ্র মহাশয়কেই উৎসর্গ করলাম।
চমৎকার রম্য রচনা, বউরা সব ভালোই কুপোকাত হলো। শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
দারুণ অনুভূতির বেশ অনুপম একটি কবিতা ।। শুভ কামনা নিরন্তর
চমৎকার ভাষা শৈলিতে ভরপুর অনন্য সুন্দর রম্য রচনার অসাধারণ একটি কবিতা রচনা করে উপহার দিলেন প্রিয় সম্মানিত কবিজী। খুব ভাল লাগা রইল। শুভদুপুর। ভাল থাকবেন সব সময় সর্বত্র।।
শেষ স্তবকে দাদুর রহস্যভেদ...
রঙ্গব্যঙ্গের ভাবতরঙ্গে...
বেশ বেশ***
সুপ্রভাত
দারুন রম্য রচনা।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা।
আহা!! কি দারুণ রম্য কবিতা উপহার দিলেন প্রিয় কবি। প্রতিটি পঙতিতে পঙতিতে মুগ্ধতা ছড়ালেন! দারুণ! দারুণ!
সুযোগ্য উৎসর্গ।
অভিনন্দন আমার অত্যান্ত প্রিয় দুই কবিকেই।
দারুণ রম্যে জমে উঠেছে দাদুর চাবি।
রম্য হলেও এমন ঘটনা অসত্য নয়।
ভালো লাগল কবি, অশেষ শুভেচ্ছা রইল, ভালো থাকবেন নিরন্তর।
বাস্তবতায় সুন্দর নিবেদন
খুব ভালো লাগলো কবিতাটি!
সুন্দর গল্প বলা
চালাক দাদু তুর্কি নাচন নাচান সর্বজনে,
দুটি চাবির ফেরে পড়ে সবাই প্রমাদ গোনে।
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
"বুড়ো দাদু দারুণ চতুর বোঝে কি আর ছেলের বউ,
তাই তো শত চেষ্টা করেও পায় না খেতে দাদুর মউ।
দুর্দান্ত লিখেছেন প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! লেখাটি আমাকে উৎসর্গ করার জন্য যারপরনাই আপ্লুত হলাম! অনন্ত কৃতজ্ঞতা জানাই। ভাল থাকুন সুস্থ থাকুন সবসময়।
মনোমুগ্ধকর সুন্দর ছন্দে রম্য কাব্য , "দাদুর চাবি" বেশ কাব্য ভাব ফুটে উঠেছে ।
প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
সংসারের বাস্তব চিত্র ফুটে উঠেছে শৈল্পিক কাব্যে শ্রদ্ধেয় প্রিয় কবি। চমৎকার মনোমুগ্ধকর কাব্য। শুভকামনা নিরন্তর শ্রদ্ধেয় প্রিয় কবি।
ভীষণ চালাক দাদু!
সুন্দর রম্যতার ছলে সংসারের চিত্র।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
দাদুর তো সেই বুদ্ধি দেখি। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
মনোমুগ্ধকর লেখনশৈলী -
ভীষণ ভালোলাগা রেখে গেলাম ।