নিজের অতৃপ্ত অন্তর, বাইরে বেরিয়ে-
হাতছানি দিয়ে ডেকে বলে-
সে আমার বুভুক্ষাব বহিঃপ্রকাশ।


নদীর প্লাবন যেমন দেয়, দুকুল ভাসিয়ে,
বাতাসেব প্রলয় যেমন মাতে ধ্বংসে,
আগুন যেমন দাবানল হয়ে ছারখার করে,
আমার বুভুক্ষাও আজ, সর্রনাশে মাতবে।


আমার বিবেক, শিক্ষা, রুখে দাঁড়িয়ে বলে-
ধ্বংস নয় আমরা চাই, সৃষ্টির রূপ দেখতে,
যেখানে বীজ অঙ্কুরিত হয় শিশিরে ভিজে,
যেখানে দিঘীর জলে রাজহাঁস ভেসে থাকে,
চন্দ্রিমা সুবাসিত হয় জুঁই ফুলের গন্ধে,
বসন্তের দখিনা বাতাসে কোকিলের ভাকে-
যেখানে বনবিথি সাজে পলাশের রঙে,
সেই রঙিন সৌন্দর্যের ডালিতে-
আমার বুভুক্ষাব বহিঃপ্রকাশে থাকবে-
বসুধৈব কুটুম্বকম।
ধ্বংস নয়, আত্মীয়তা বোধের সূষ্টিতে হবে-
আমার বুভুক্ষার নিবৃত্তি।