আবছা আবছা একটা হাতছানি, স্মৃতির,
হয়ত পূর্ব জন্মের, অথবা অবচেতনে দেখা স্বপ্নের:
একটি জলাশয়ের মাঝে-
মুগ্ধতার সীমা পরিসীমা পেরিয়ে,
একান্ত আপন হয়ে,পরক্ষণেই মিলিয়ে যাওয়া-
খুঁজেছি পৃথিবীর প্রান্ত হতে প্রান্তে।


গভীর সমুদ্রে জাহাজে চেপে,
চারপাশের ক্ষুধার্ত হাঙ্গরের মাঝে,
দূরে বিশাল তিমি দের জল ক্ষেপণ দেখে,
উড়ন্ত শঙ্খচিলের সাথে বন্ধুত্ব করে-
মনে হয়েছিল এ সমুদ্র জলচরদের,
তাই একাত্ম হতে পারি নি।


সমুদ্রের বালুকা বেলায়,
উচ্ছ্বসিত তরঙ্গে হাঁটু সমান জলে,
নিরন্তর উঁচু উঁচু ঢেউ এ গা ভাসিয়ে,
জনারণ‍্যে সমুদ্রের আস্ফালন কে-
মনে হয়েছিল খুব সহজলভ‍্য,
তাই একাত্ম হতে পারি নি।


পাহাড়ে নদীর উৎস থেকে,
খরস্রোতা জলপ্রপাত পেরিয়ে,
সমতলে নদীর অববাহিকায় তীরবর্তী জনপদে,
ভক্তিভরে প্রণাম করেছিলাম, মাতৃসমা নদী কে,
মনে হয়েছিল, এই নদী শুধুই শ্রদ্ধা নিবেদনের,
তাই একাত্ম হতে পারি নি।


ছুটে বেড়িয়েছি সরোবর গুলিতে,
কাশ্মীরের ডাল লেক, প‍্যাঙ্গং, শেষনাগ,
উড়িষ্যার চিলকা থেকে, অন্ধ্রের নাগার্জুন সাগর,
পর্যটক দের ভীড়ে হারিয়ে গিয়ে-
মনে হয়েছিল, এরা সর্বসাধারণের,
তাই একাত্ম হতে পারি নি।


হটাৎই, একদিন ঘরের বাইরে তুমুল বৃষ্টিতে,
ক্ষণে ক্ষণে বিদ‍্যুৎ শিহরিত ছোট্ট পুকুরটিতে,
শ‍্যামলিমায় ভিজে গাছ পালার ঘেরাটোপে,
কাজল নয়নার নিভৃত আহ্বানে, অবগাহনে-
দীর্ঘ প্রতিক্ষার অবসান, স্বপ্নটি ফিরে পেয়ে,
অগোচরেই আমৃত‍্যু একাত্ম হয়ে গিয়েছিলাম।