নয়ন দীঘির কালো জলে
রাজহাঁস গুলো চক্কর কাটতো গ্রীবা তুলে,
রিমঝিম বর্ষায় গভীর রাতে-
ব্যাঙের ডাকও কখন যেন থেমে যেত ক্লান্তিতে।
গভীর জলের মাছেরা ঘাই মারতো বৃষ্টিতে,
শীতের দুপুরে একটু দূরে দূরে-
অস্থায়ী মাচা বেঁধে, অনেকেই বসে যেত মাছ ধরতে,
গ্রামের জীবনের সাথে, দীঘিটা ছিল নিবিড় আলিঙ্গনে।
সে অনেকদিন আগের কথা, প্রায় বছর পঞ্চাশেক হবে
সবে রাস্তায় ল্যম্পপোষ্ট পুঁতে, বিজলি বাতি লাগিয়েছে,
তখন স্কুলে যেতে হত দূরে, সাইকেল ভাড়া নিয়ে।
ঝিঁঝিঁর ডাক শুনে, আর জোনাকি পোকার আলোতে,
রাতের জুঁই, চামেলি, বেলি ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে,
কখন যেন অজান্তেই চলে যেতাম, রঙীন স্বপ্নের দেশে।
ভোরবেলা ঘুম ভাঙাতো একটা কাঠবিড়ালী এসে,
তাকে বিস্কুট খাইয়ে চলে যেতাম, রামরতনের গোয়ালে।
দিনে দিনে সেই ছোট্ট গ্রামে, ষ্টেশন তৈরি হল,
গ্রাম চিরে যাওয়া রাস্তাটা, হাইওয়ের সাথে যুক্ত হল,
গ্রাম শহর জুড়ে গিয়ে, উন্নতির ঢেউ আছড়ে পড়ল,
নয়ন দিঘিতে তৈরী হলো সুইমিং পুল,
স্কুল, কলেজ, ব্যাঙ্ক, এক এক করে তৈরী হয়ে গেল।
উন্নতির আঁচে ঝলসানো, পুরোনো জীবনের অঙ্গার,
বুলডোজার চালিয়ে এক এক করে সব পরিস্কার,
অর্থের বিনিময়ে হাত বদল, সাত পুরুষের ভিটের।
রাতে জেগে থাকে, রাস্তার দুপাশের হ্যালোজেন বাতি,
নতুন নির্মাণে ব্যবহৃত, বিশালাকায় আধুনিক যন্ত্রপাতি,
উন্নয়নের সুনামীর ধাক্কার ফসল, ভাঙা বাড়ির সামগ্রী,
নষ্টালজিক কিছু উচ্চ শর্করা ও রক্তচাপ বিশিষ্ট রুগী।
কুঁড়েঘরের জীবন, সহাস্যে বদল দুই কামরার ফ্লাটে,
উন্নযনকে স্বাগত জানিয়ে, বার্ধক্যের কষ্ট উপেক্ষা করে,
প্রাণ ভরে নিঃশ্বাস নিই, লিফ্টে বহু তলের ছাদে উঠে,
নতুন নির্মাণের উৎকর্ষ দেখি, হাত বদলি ভিটেটিতে।
এ লেখা নিয়ে বলার ভাষা খুঁজে পাওয়া আমার কম্ম নয়।
প্রথম থেকে শেষ অব্দি এক অদ্ভুৎ অনুভুতি ছড়িয়ে দিয়ে গেলো,যার আবেশ রয়ে যাবে সাথে....
এ লেখার সব থেকে বড় টানের জায়গা বোধ হয় এর আন্তরিকতা।
শব্দ দিয়ে অন্তরের যে ছবি আপনি এঁকে গেলেন তা আপনার দ্বারাই সম্ভব!
প্রণাম নেবেন।
আপনার কাব্যশৈলী চমৎকার! নিবিড়- নিবিষ্ট হয়ে কবিতাটি পাঠ করে রসাস্বাদনে খুবই তৃপ্তি লাভ করেছি। আপনার কাব্য-যাত্রা সফল হোক এই প্রত্যাশা সর্বাঙ্গীণ। অশেষ শুভেচ্ছা কবি।
খুবই সুন্দর!
ভীষণ সুন্দর ভাবনার প্রতিফলন প্রিয় কবিবর। খুব সুন্দর চিত্রাঙ্কন। শুভ কামনা নিরন্তর
মানবদতাবাদীতার তরে;
সুন্দর শব্দ চয়নে রচনা করেছেন অপূর্ব একটি কবিতা প্রিয় কবিজী। ভাল লাগা রইল। শুভসন্ধ্যা। ভাল থাকবেন সপরিবারে এই কামনা জানবেন।
পরিবর্তনের হাওয়ায় গ্রাম-বাংলার সেকাল-একালের অনবদ্য চিত্রায়ন। ভালো লাগলো প্রিয় কবি।
দারুণ!
আগে কবিতা টি পড়েছিলাম। কমেন্ট করা হয়নি দাদা।
এমন গ্রামে আমিও হারিয়ে যেতে চাই।
দু র্দা ন্ত!
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় দাদা।
প্রণাম জানবেন ছোট ভগিনীর।
এমন দক্ষ হাতে লিখেছেন যেন আমিও নয়ন দীঘির ঐ গ্রামের একজনা ছিলাম! মনটা চাইলো বছর পঞ্চাশ আগের সেই গ্রামকেই ফিরিয়ে আনি! এমন নিসর্গ নির্মলতা বড় প্রয়োজন! আমরা সব আবদ্ধ জীবের মতো বাস করি, সংকীর্ণ আমাদের সকল অনুভব! আবার বাঁচাতে পারে নয়ন দীঘির গ্রামের নিবিড় প্রকৃতি! কিন্তু তা আর কোনোদিন ফিরে পাবার নয়! তাই এখন অসহায় "উন্নযনকে স্বাগত জানিয়ে, বার্ধক্যের কষ্ট উপেক্ষা করে,
প্রাণ ভরে নিঃশ্বাস নিই, লিফ্টে বহু তলের ছাদে উঠে," ছাদই যেটুকু দেখায় আজও সে গ্রামীণ আকাশ, গায়ে লাগায় হয়তো সে গ্রামের বাতাস! মুগ্ধ হলাম খুব! বিশেষ করে প্রথম দুস্তবক পড়লাম কয়েকবার, ওখানেই নিঃশ্বাস নেয়া গেলো একদা নির্মল জীবনের! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
অসাধারণ রচনা, মনটা চলে গেল শৈশবের সেই জোনাক ধরা দিনগুলোতে, কি দারুণ ছিল সেই দিনগুলো। যতই উন্নয়নের ছোঁয়া লাগুক না কেন, আমাদের মত শৈশবের মজা আর কোনো প্রজন্ম পাবে বলে মনে হয়না। শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
চমৎকার লেখনী! পাঠে বিমোহিত হলাম প্রিয় কবি।
বেশ সুন্দর অণুভব
চমৎকার উপস্থাপন
শুভেচ্ছা সারাক্ষণ প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন।
প্রিয় কবি, মানবতার অপূর্ব নিবেদন। শুভ কামনা সতত।
নস্টালজিক উপস্থাপনা।
হ্যাঁ কবি, দুই কামরার বাক্সে বন্দী জীবন,
একে একে সব গিলে খায় কংক্রিটের উন্নয়ন।
ভালো লাগা রেখে গেলাম কবি, ভালো থাকবেন নিরন্তর।
কংক্রিট দেয়ালে আর কি করে মাটির গন্ধ মিলবে?
মন গুলোও আজ কংক্রিটেরই...।হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
আহা দাদা, চোখে জল এল যে।মনে পড়ে গেল কত ফেলে আসা জীবনের কথা।
ভীষণ ভালো লিখেছেন দাদা 👌
সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন।
প্রণাম জানবেন ছোট ভগিনীর।
প্রকৃতি ও জীবন, এক সুন্দর নান্দনিক ঝরঝরে কবিতা। প্রকৃতির অকৃত্রিম উদারতার আথে আধুনিক নগর জীবনের আশির্বাদ ও বিরক্তি উভয়ই উঠে এসেছে কবিতায়। কবিকে অভিনন্দন ও শুভকামনা জানাই।
সবচেয়ে বড় কষ্ট হলো যে কষ্টগুলো উঠে এসেছে, তা অনেকেই কষ্ট হিসেবেই, যাতনা হিসেবেই মানবেন না, কারণ আপনার গ্রামের সাথে, রামরতনের গোয়াল, অস্থায়ী মাচা, জোনাক, ঝিঁঝিঁ, গ্রীবা তোলা চক্কর কাটা রাজহাঁস এর সাথে তাদের পরিচয় নেই। ফলে এমন অনেক অস্থির যন্ত্রণায় ভুগি যা বোঝার মতো কাউকে পাই না, যারা বুঝতেন, তারা আর নেই, চলে গেছেন। এই কবিতা আমার কাছে ঐ বাড়ির মতো যেখানে এককোণে চুপচাপ আমি সারাদিন পড়ে থাকতে চাই। আমার কাছে চুম্বক লাইন,
" নয়ন দীঘিতে তৈরী হলো সুইমিং পুল "
অভিনন্দন, সম্মানিত কবি।
সুপ্রভাত কবি।
সুন্দর ভাবনার প্রতিফলন।
হারিয়ে যায় উঠান
যেখানে একটা ডালিম গাছ ফুল ফুটায় বারমাস।
একটা ছিল লম্বা খেজুরগাছ
বছর ঘুরে দিত ফল আর শীতে মিষ্টি রস।
রসকাঠি জড়িয়ে বুলবুলিটা মাতাল হতো।
তারপর...
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।
একদম বাস্তব চিত্র অসাধারণ নান্দনিকতায় তুলে এনেছেন প্রিয় কবি! অর্থাৎ উন্নয়ন শুধু আমাদের উৎকর্ষ বৃদ্ধিই করেনি উপহার দিয়েছে কিছু বেদনা! হৃদয়ের ঘরে শূন্যতা তৈরি করেছে খানিকটা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মানবতাবাদের অভাবনীয় উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ রাত্রি প্রিয় কবি
গ্রাম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। গ্রামগুলো এখন শহর! সবুজ শ্যামল প্রান্তর এখন ইট কংক্রিটের নগর। ঠিকই উপলব্ধি, এখন শ্বাস নিতে হয় বহুতল অট্রালিকার ছাদে।
অসম্ভব ভালো লাগলো আপনার রচিত অসাধারণ কবিতা। মুগ্ধ হলাম পাঠে।
অন্তহীন শুভেচ্ছা প্রিয় কবি।
'নতুন নির্মাণের উৎকর্ষ দেখি হাতবদলি ভিটেটিতে।আহ্!কী নিদারুণ কষ্টের কথা!"দারুণ আবেগঘন মানবতাবাদী কবিতা।হৃদয় নাড়া দিয়ে গেল কবি।ভালো থাকুন সদা ।শুভ রাত্রি।
এ এক অসাধারন অনুভূতি, মনোমুগ্ধকর উপস্থাপন!🔥সঠিক উপলব্ধি,,,👍একটি আত্মস্পর্শী কাব্যশৈলী পাঠে ভীষন মুগ্ধহলাম।🌹-শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা❤👌🌻 আন্তরিক শুভেচ্ছা,, অভিনন্দন🌹
পুরো কবিতাটাই নষ্টালজিক...
হারানো দিনের যথার্থ প্রতীক...
শেষে সামান্য প্রাপ্তির অবকাশ...
আর ভিটে হারানোর অবসাদ...
একদিকে লাফাচ্ছে উন্নয়ন...
অন্যদিকে হতাশ মেদুর চিরন্তন...
পড়তে পড়তে ঘনবিষন্ন পাঠক মন...
শ্যামলী***
পুরাতন মুছে ফেলতে নুতন
সর্বত্র চলছে উন্নয়ন
একদিন ছিল সহজ-সরল জীবন
আফসোস হয় এখন।
সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলি
ফিরে আর আসবে না প্রিয় কবি।
অতীতের স্মৃতি মধুর সুন্দর ছবি।
হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
অনন্য সুন্দর কবিতা, সুন্দর স্মৃতিচারণ। মুগ্ধ হলাম প্রিয় কবি। ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভেচ্ছা জানাই।
মঙ্গল গ্রহ থিকা আইসে পড়স্যান বুজি!! শুভকামনা অইল প্রিয় কবি।
প্রিয়কবি , অনেক হতাশা, আকুতি ভরা কাব্য কথা , সুন্দর ফুটিয়ে তুলেছেন ।পুরাতন
ঐ প্রাকৃতিক মধুময় জীবন আর কোনদিন ফিরে আসবে না ! আগের পিঁড়ি কল্পনাও করতে পারবে না যে এমন মধুময় জীবন একদিন ছিল ।জনসংখ্যা বৃদ্ধি,একদিকে যেমন খাদ্য সমস্যা তেমনি বসবাসের , তাই এত সব পরিবর্তন । বাঁচতে হলে সব মানতে হবে তবে পুঁজিবাদ চায় শুধু লাভ .তারজন্য মানবতা মানে না । সাম্যবাদী বিচার সুদুর সুফল
যোগ্য পথ , তার জন্য শিক্ষা চাই । প্রকৃতি প্রেম ও দেশাত্মবোধক সুন্দর কাব্য কথায় মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ , ভাল থাকুন সদা ।