শরীর জুড়েই অবক্ষয়
পাঁচিলে ক্ষতের চিহ্ন,
কদাপি বরেণ‍্যদের পদধূলায়
আজ কাহিনী শুণ‍্য।
সাতমহলা থুবড়ে পড়ায়
বিষধরেরা ধন‍্য,
বটের ঝুরির বদান‍্যতায়
সময় চোকায় মূল‍্য।


লোকলস্কর পাইক বরকন্দাজ
ছুটেই হতো হন‍্যে,
খাজনা আসত বস্তা বস্তা
প্রজার ভাঁড়ার শুণ‍্যে।
বাগান বাড়ির নাচের আসর
ঘুঙুর বাজার শব্দ,
জমিদারের আমোদ প্রমোদ
আজ শুনশান স্তব্ধ।


আইন কানুন বড়ই দড়
শরিকী মামলা বেঁচে,
হাকিম এখনও দূরবীন দিয়ে
বংশধরদের খোঁজে।
ছায়া, কায়া, কারা ঘোরাঘুরি করে,
নিশুতি রাতটা কাঁদে,
অজানা অবৈধ কার্যকলাপে
হানাবাড়ি নাম সাঁটে।