শরীর জুড়েই অবক্ষয়
পাঁচিলে ক্ষতের চিহ্ন,
কদাপি বরেণ্যদের পদধূলায়
আজ কাহিনী শুণ্য।
সাতমহলা থুবড়ে পড়ায়
বিষধরেরা ধন্য,
বটের ঝুরির বদান্যতায়
সময় চোকায় মূল্য।
লোকলস্কর পাইক বরকন্দাজ
ছুটেই হতো হন্যে,
খাজনা আসত বস্তা বস্তা
প্রজার ভাঁড়ার শুণ্যে।
বাগান বাড়ির নাচের আসর
ঘুঙুর বাজার শব্দ,
জমিদারের আমোদ প্রমোদ
আজ শুনশান স্তব্ধ।
আইন কানুন বড়ই দড়
শরিকী মামলা বেঁচে,
হাকিম এখনও দূরবীন দিয়ে
বংশধরদের খোঁজে।
ছায়া, কায়া, কারা ঘোরাঘুরি করে,
নিশুতি রাতটা কাঁদে,
অজানা অবৈধ কার্যকলাপে
হানাবাড়ি নাম সাঁটে।
অনন্য কাব্যিকতায় ব্যতিক্রমী একটি কবিতা। খুব ভালো লাগলো। শুভকামনা রইলো, বরেণ্য কবি।
প্রোমোটারের নজরে পড়লেই হানাবাড়ির দফারফা,
ওরা খুব ভালো করেই জানে, কি করে হয় মুনাফা।
হাকিম এখনও দূরবীন দিয়ে বংশধরদের খোঁজে। - সাধু সাধু! হা হা হা! চরম তিরষ্কার! উপভোগ্য! "অজানা অবৈধ কার্যকলাপে হানাবাড়ি নাম সাঁটে।" বাস্তবতা এবং একদা অহংকারের ওপর যেন বিষ্ঠার পতন! অপূর্ব চোখে দেখলেন হানাবাড়ি! "বাগান বাড়ির নাচের আসর ঘুঙুর বাজার শব্দ,/ জমিদারের আমোদ প্রমোদ আজ শুনশান স্তব্ধ।" ছন্দে ছন্দে কি দারুন লিখলেন একদা প্রমত্ত পরিবেশের স্তব্ধতার কথা! অপূর্ব কবি দক্ষতায় বর্ণনা প্রথম স্তবক! বিষয় পুরোনো, কিন্তু আপনার কবি কলমে হয়ে উঠলো পুরো কবিতাই পৃথক অনবদ্য! মুগ্ধ! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
হানাবাড়ির ক্যামোফ্লেজ...
জায়গা টা বানিয়ে অনিকেত...
নাচে
অসামাজিক কাজের ভুতপ্রেত...
স্বয়ংপ্রভা***
এমন কান্ড হলে তো হানাবাড়ি নাম হবেই।
ভালো লিখেছেন দাদা!
ভালো থাকুন আর এমন লিখুন।
শ্রদ্ধা জানবেন ছোট বোনের।
একদম সঠিক বলেছেন প্রিয় কবি। হানাবাড়ি। শুভকামনা রইল।
চমৎকার পাঠে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা কবি বন্ধুকে।
সেই সব দিনগুলোতে অজানা অপকর্ম সম্পন্ন করতে চোখের আড়াল করা হানাবাড়ি। অনন্য কাব্যিকতায় ফুটে উঠেছে কবিতায়।
সেইসব অশ্লীলতার শোনা বচনে গতরে কাঁটা দিয়ে উঠে ঠিকই।
পুরাতন ঘটনার প্রেক্ষাপটে সুন্দর ভাবনার অনন্য কাব্যিক প্রণয়ন। মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি প্রিয়জন।
অসংখ্য শুভকামনা জানবেন প্রিয়জন কবি।
খুবই সুন্দরভাবে আরও একটি হানাবাড়ীর পত্তন!
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অসাধারণ। শুভকামনা রইল।
সমাজের অপরাধীরা দেশের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শত বর্ষ পুরানো জমিদার বাড়ি গুলিকে নিজেদের অপকর্মের আখরা বানিয়ে সাধারনের কাছে ভৌতিক পরিবেশ সৃষ্টি করে হানাবাড়ি বানায়।এ গুলো উদ্ধারের জন্য সরকারী উদ্যোগ দরকার।
চমৎকার বিবিধ ভাবনার কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
সময়ের সিঁড়ি বেয়ে পুরনো দিনের জমিদার, পাইক বরকন্দস থেকে শুরু করে বর্তমান সময়ের উপরে এসে একটা চিত্রনাট্য সাবলীল ভাবে দাঁড় করিয়েছেন! অসাধারণ উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
"বটের ঝুরির বদান্যতায় "- শব্দ চয়ন ও ছন্দের গতি "সময় চোকায় মূল্য"; অনেক ধন্যবাদ ও অভিনন্দন, প্রিয় কবি।
আপনার হানাবাড়ি কবিতাটি অনেক সুন্দর করে সাজিয়ে লিখেছেন কবি ।। আপনার লেখাটি জনপ্রিয় হয়ে উঠুক ।। ভালো থাকুন সব সময় ।। শুভ কামনা নিরন্তর
রাজা নেই রাজ্য নেই কিন্তু আদিম অবৈধ কার্যকলাপ এখনো এই সমাজে বিদ্যমান।
অসাধারণ উপস্থাপন। খুবই ভালো লাগলো পাঠ করে।
ঈদ মুবারক প্রিয় কবি।
কালের পরিণতি- নিয়তি ।
চোকায় , সাঁটে , সুন্দর দুটো প্রাচীন শব্দ কাব্যে উপযোগ ,ভাল লাগল কাব্য ভাব , "হানাবাড়ি"।
ছান্দিক কথা, কাব্যে সুন্দরে বলা ।
শুভসন্ধ্যা , অসীম শুভেচ্ছা জানাই , প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
একটা ছবি সামনে আসলো, জমিদার বাড়ি, জমিদারি, নায়েব, উমেদার, গাঁতিদার, তস্কর
আর নিপীড়িত প্রজা সাধারণ।
তারপর এলো জমিদার বাড়ির জৌলুস, জমিদারি জীবনযাপন, বিনোদন পক্ষান্তরে নিপীড়ন।
কালের সাক্ষী হয়ে আজও জমিদারদের খোলস বাড়ি দীর্ঘশ্বাস ছেঁড়ে প্রতিটি কক্ষের ভেতরের করুণ কান্নাকে মনে করিয়ে দেয়।
আপনার লেখায় সে সুচিত্রিত চিত্রণ বেশ বাঙ্ময় হয়ে উঠেছে।
"হাকিম এখনো দূরবীন দিয়ে
বংশধরদের খোঁজে।"চরম সত্য কথা।অসাধারণ ভাবনার ফসল।পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি।ভালো থাকুন সদা।
শুভ কামনা নিরন্তর ।