শুকনো নদীর চরে কাশফুলের ঝাড়,
আগমনীর আগমন বার্তায় মাথা হেলায়,
নীল আকাশে সাদা মেঘের আনাগোনা।
দীপের মনটা খুশিতে মাতোয়ারা হলো,
পুজোয় ঠাকুর দেখতে পারবে জমিয়ে,
রোজ এক একটা নতুন জামা পড়ে।


ভোরের শিউলি ফুলের সুবাস হাওয়ায় ভাসে,
মণিকাকারা, বস্তা ভরে জিনিস আনে ট্রেনে করে,
রামদাদুর দোকান থেকে এবার একটা বন্দুক কিনেছে,
পুজোয় তার জন‍্য পুলিশের ড্রেসও কেনা হয়েছে।
অষ্টমীর দিন ঐ ড্রেস টা পরে অঞ্জলি দেবার খুব ইচ্ছে,
কিন্তু দাদু যে একটা নতুন পাজামা পাঞ্জাবী এনেছে।


হঠাৎ একটা ঠ‍্যালা খেয়ে ঘুম ভাঙে দীপের,
ভ‍্যাবলা হয়ে উঠে বসে, মেসের সবাই হাসছে।
খবরকাগজে কোলকাতার পুজো এবার হেরিটেজ,
থিমের প্রতিযোগিতায় খরচ লক্ষ লক্ষ টাকার।
দীপের মনটা নাচে, কাল ষষ্ঠীতেই তো বাড়ী যাবে,
আচ্ছা শুধু কোলকাতার পুজো কেন হেরিটেজ হবে?



[ইউনেস্কোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja in Kolkata) হেরিটেজ তকমা দেওয়া হয়েছে।]