আকাশ জুড়ে কালো মেঘ
ঢালছে জলধারা,
নদীর জলে এখন শুধুই
ঢেউ এর ওঠা পড়া।
প্রলয় তুফান আসছে ধেয়ে-
সাগর থেকে শক্তি নিয়ে,
স্থলের যত প্রাণীরা সব
প্রাণ বাঁচাতেই ব‍্যস্ত।
কালো মেঘের চাদর ছিঁড়ে
পড়ছে ধারা, জোর অঝোরে,
কত পাখি হারিয়ে যাচ্ছে
কেউ কি হিসেব রাখছে?


বর্ষা রাতের হাওয়ার বেগে,
প্রলয় নৃত‍্যে গাছেরা মেতে,
বাজছে বাতাসে রুদ্র বিষাণ,
সেতু বাঁধ সব হলো খানখান,
প্লাবিত সকল ক্ষেত, রাজপথ,
বসত ভিটেটা, ঢেউ এর আঘাতে -
ভাসল প্রভাতে, নদীতে।
ভিটের মালিক নিরাপদ স্থানে
আশ্রয় নিয়ে অসহায় মনে,
শুধু কুকুরটা যায় নি তো ছেড়ে,
ভিটের সাথেই চলেছে নিজের-
অন্তিম ভবিতব‍্যে।


দূর থেকে সব হাহাকার রব,
এই দেখা যায়, এই কিছু নেই,
শুধু ভেসে আসে সারমেয়টির-
মৃত‍্যু কাতর গোঙানি।
কঠিন হৃদয় সৈন‍্যবাহিনী-
জলেতে নামাল স্পিড বোট খানি,
মানব হৃদয়ে ওঠে জয়ধ্বনি,
সারমেয় উদ্ধারে।
জীর্ণ কুটির আবার তো হবে,
তুফানি তাণ্ডব ম্লান হয়ে গেছে,
গৃহহারা সব আবেগেই ভাসে,
জীবনের জয়গানে।