ধন্য ধন্য হে জিঘাংসা,
রক্ত পান করা তোর জিহ্বা,
তবুও মেটে না তোর তৃষ্ণা,
দুহাতে জড়িয়ে ধরে আকন্ঠ পান-
অবলীলায় থেমে যায় নিরীহের প্রাণ।
ক্রূর উল্লাসে উদ্বাহু হয়ে নৃত্য-
তুই নির্লজ্জ,
তুই শয়তান,
তুই তো মনের পাশবিক বিকৃত সন্তান।
তুই মানবিকতার ঘৃণ্য কীট,
তোরই বিছান' জালে-
নির্দোষ ছটফট করে,
তোর দংশনে শেষ হয়, কত স্বপ্নের বীজ।
তোর আতঙ্কে আতঙ্কিত, নির্ভিক জীবন,
ধিক্কারে ধিক্কারে হয়, নীরবতা পালন,
তোর অস্তিত্ব, মানব জাতির চূড়ান্ত অপমান,
তবুও, অভিধানে হয় তোর স্থান।