বসন্ত ছিল, ছিল দখিনা বাতাস,
ছিল রাত জাগা জ্বালাময় ক্লান্ত নিঃশ্বাস,
অবসন্ন ভোররাতে একটু বিশ্রাম,
এরই মাঝে ছিল এক বাঁচার সংগ্রাম।
মানসিক শক্তির প্রাচুর্য নিয়ে,
প্রখর মস্তিষ্কে দিনযাপন চিরপরিচিত হাস্যমুখে,
কিন্তু ক্ষমতার অভাব প্রকটিত হচ্ছিল জীর্ণ শরীরে,
বেঁচে থাকার আশা তখন নিতান্তই একপেশে।
সেই অন্তিম সময়ে মুষ্টিবদ্ধ দুহাতে,
ছিল আজন্ম লালিত সংগ্রামের পাথেয়,
বলে গেল, কঠিন জীবনে মৃত্যুই শেষ কথা নয়,
তার পরেও থেকে যায়, কর্মময় বাসনার সজীব অধ্যায়।
কটা দিন তাও কেটে গেল,
রোজ রাতে তারাদের দেশে, ওঠে শোরগোল,
তারই মাঝে সারারাত কান পেতে শুনি-
দূর থেকে ভেসে আসা সেই কোলাহল,
কল্লোল, কল্লোল, কল্লোল, কল্লোল।
পরিচিতি:
কল্লোল ভট্টাচার্য্য আমার ভাই, গত ১১ই এপ্রিল দুপুরবেলা, সমস্ত প্রিয়জনদের শোকস্তব্ধ করে, চলে গেছেন চির শান্তির দেশে।
কল্লোল ভট্টাচার্য্য ২০১৯ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায় কোলকাতার কলুটোলা শাখা থেকে অবসর গ্রহন করেছিলেন।
তিনি একজন কবি এবং আবৃত্তিকার ছিলেন। দীর্ঘদিন তিনি "কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র" (১৮/এম, ট্যামার লেন, কলিকাতা-৭০০০০৯) এর কোষাধ্যক্ষের পদ অলংকৃত করেছিলেন, এবং সক্রিয় ভাবে সংস্থার সাথে যুক্ত ছিলেন।
"কল্লোল সাধদেব" ছদ্মনামে, তাঁর লেখা কয়েকটি কবিতার বই: "ধারাবিবরণী", "নাগার্জুন", "হীরক জন্ম", ইত্যাদি।
ভীষণ মন ছোঁয়া অনুভূতি প্রিয় কবিবর। অসাধারণ আন্তরিক ভাবনার অনবদ্য কাব্যিক বহিঃপ্রকাশ প্রিয় কবিবর। শ্রদ্ধা জানাই
শোকসন্তপ্ত মনের কবিতা। খুব সুন্দর
ভাবপ্রকাশের লেখা
অত্যন্ত দুঃখের খবর প্রিয় কবি। আজকাল পাতায় প্রায় অনিয়মিতই বলা যায়। মাঝে মধ্যে সুযোগ পেলে একটু আধটু আসি। দুর্দান্ত ছন্দময় শ্রদ্ধার্ঘ্য। তিনি যেখানেই থাকুন, প্রভু যেন শান্তিতে রাখেন। শুভকামনা প্রিয় কবি।
ভীষণ বেদনাদায়ক ঘটনা। তাঁর মহান আত্মার চিরশান্তি কামনা করি।
বিষাদময় কাব্য।
ভালো থাকুন সুস্থ থাকুন দাদা।
প্রণাম রাখলাম আপনার চরণে।
শুনে খুবই খারাপ লাগলো প্রিয় কবি। শুভকামনা রইল।
খুবই বেদনাদায়ক ঘটনা। তার বিদেহী আত্মার
শান্তি কামনা করি। সহানুভূতিশীল ভাষা আজ
স্তব্ধ। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সুবীর বাবু, আমারো ভাইয়ের নাম কল্লোল। তবে সে জীবিত। বড় কষ্টে চলে তার সংসার।আমি দর্শক মাত্র। হয়তো এ কবিতাটা আমিই আপনাকে দিয়ে লিখিয়ে নিলাম। আমি তো পারলাম না লিখতে তাই....
🙏
পড়ে গেলাম।জানতে পারলাম যা তা না জানলেই ভালো হতো হয়ত।এ কবিতা যে খবর দিল তা সে নিজেও দিতে চায়নি হয়ত কোনোদিন।তবু.....
থাক।কথা কখনো কখনো থেমে যাওয়াই ঠিক
গভীর সমবেদনা। শান্তনা দেবার ভাষা আমার জানা নেই।
ওপারে ভালো থাকুন প্রিয় ভাই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এত সুন্দর সুন্দর জীবন সমাপ্ত হয় কালের নিয়মে , এর থেকে অন্য পথ নেই তাঁকে রক্ষায় ,সবাইকে যেতে হবে ভব ছেড়ে , কেহ আগে কেহ পরে ! , করুণ বিয়োগগাথা মনেধরা বিরহ কাব্য ,মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা জানাই । ভাল থাকুন সদা ।
গভীর শোক থেকে সৃষ্টি হয় ধ্রুপদী কবিতা! আপনার এ কবিতা সেসব সৃষ্টির সার্থক নিদর্শন!
বসন্ত ছিল, ছিল দখিনা বাতাস,
ছিল রাত জাগা জ্বালা ময় ক্লান্ত নিঃশ্বাস,
অবসন্ন ভোররাতে একটু বিশ্রাম,
এরই মাঝে ছিল এক বাঁচার সংগ্রাম। - বলে গেল, কঠিন জীবনে মৃত্যুই শেষ কথা নয়!
আহা! খুঁড়ে দিলো বুক গভীর অনুভবে! আরো একবার জানাই প্রিয় কবি স্রষ্টার কাছে প্রার্থনা, আপনার ভালোবাসার ভাইটির কবি ও মানবিক আত্মার চির শান্তির জন্য!
রোজ রাতে তারাদের দেশে, ওঠে শোরগোল,
তারই মাঝে সারারাত কান পেতে শুনি-
দূর থেকে ভেসে আসা সেই কোলাহল,
কল্লোল, কল্লোল, কল্লোল, কল্লোল। - এই শেষের দুঃখময় কাব্যিকতার মুর্ছনায় খুব বিষন্ণ হয়ে গেলাম, বোধ করলাম ভাই হারানোর গভীর বেদনা! বিধাতার কাছে আন্তরিক প্রার্থনা আপনার ভাই যেন চির শান্তির দেশে চির প্রশান্ত সুখের নীড়ে বসবাস করেন আর তার আশির্বাদ ঝরান তাঁর জন্য আপনাদের পরিবারের ভালোবাসার প্রতি। আমার গভীর সমবেদনা গ্রহন করুন প্রিয় কবি।
অনুপম অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ বিকেল প্রিয় কবি
বড়ই আফসোস হলো! বেশ কিছুদিন ধরে আপনাকে আসরে না পেয়ে দুশ্চিন্তায় ছিলাম! কিন্তু আপনার কন্টাক্ট নাম্বার না থাকায় যোগাযোগ করতে পারছিলাম না! দয়া করে আপনার কন্টাক্ট নাম্বারটা দিবেন! আপনার ভাইয়ের এই অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত, দুঃখিত! আপনাকে সমবেদনা জানানোর ভাষা নেই! তবুও নিয়তির ডাক মেনে নিতেই হবে! কবিতা হিসেবে আজকের লেখা টি অসাধারণ! দারুণভাবে মন ছুঁয়ে গেল! কল্লোল বাবুর বিদেহী আত্মার সদ্গতি কামনা করি! আপনার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি! ভালো থাকুন সবসময়।
এক অসাধারণ কবিতা; এরকম কবিতা অনেক দিন পড়ি নি।
মনকাড়া পঙতি 'বলে গেল, কঠিন জীবনে মৃত্যুই শেষ কথা নয়,
তারপরেও থেকে যায়, কর্মময় বাসনার সজীব অধ্যায়।.'
আর শেষ স্তবকে আমি হতবাক 'রোজ রাতে তারাদের দেশে শোরগোল......কল্লোল,কল্লোল...'
চন্দ্রমল্লিকা*****