শিশির ভেজা সোঁদা সোঁদা গন্ধ টা
ভোরের ঠাণ্ডা বাতাস মেখে,ছড়িয়ে পড়ছে,
নব‍্য রবি তখন লাল রঙে সুদূর দিগন্ত রাঙিয়ে দিচ্ছে,
ঠিক তখনই সাদা সাদা মেঘের বিশাল টুকরো গুলো
হাওয়ায় ভাসতে ভাসতে মাথার ওপর এসে জুটলো।
এক ঝাঁক রঙবেরঙ এর প্রজাপতির নাচের তরঙ্গে-
বৈশাখী প্রভাতে, অনবদ‍্য আমের মঞ্জরীর ঘ্রাণে-
ধ্বনিত হলো সারা বিশ্বে, চির নতুনের আহ্বান:


                      "হে নূতন
     দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ"


            আজ ২৫ শে বৈশাখ, ১৪২৮
           কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তী।


বাঙালির অন‍্যতম চিরস্মরণীয় প্রভাত ডালিতে,
রবীন্দ্র সংগীত, আবৃত্তি, গীতিনাট‍্যের মাধুরীতে স্মরিত-
বাংলা সাহিত‍্যের প্রবাদপ্রতীম মহীরুহের ঋণ।
জোঁড়াসাকোঁ, শিলাইদহ, চট্টগ্রাম,
ঢাকা, শান্তিনিকেতন, রবীন্দ্রসদন,
এবং পৃথিবীব‍্যাপী বাঙালি কৃষ্টি-
এবার পালিত হচ্ছে দূর হতে, অতিমারী নিয়ম মেনে।


ভারাক্রান্ত অন্তরে সমস্ত বাঙালির অন্তরে বেজে উঠুক-

         "নাই নাই ভয়, হবে হবে জয়,
           খুলে যাবে এই দ্বার......."


আজ এই পুণ‍্য প্রভাতে, সমবেত কণ্ঠে ধ্বনিত হোক,


          "হে মহামানব, লহ প্রণাম"