কৈশোরের আমিটা কোথায় যেন হারিয়ে গেছে?
মাঝে মাঝে যখন রাতে স্বপ্নে ভেসে আসে
হটাৎ ঘুম ভেঙ্গে মনে হয়, এখনও এসব মনে আছে?
দুঃখগুলো হৃদয় থেকে দলা পাকিয়ে উঠে আসে
যখন ভাবি, প্রিয় বন্ধুরা অনেকেই হারিয়ে গেছে
সেই কালপ্রবাহে, অনন্ত শান্তির স্বর্গে, চিরতরে।


মনের মানুষগুলো, কেউ কেউ হয়তো বা এখনও বেঁচে,
আমারই মতন, পুরোনো জীবনের স্মৃতির গ্রন্থাগারে,
অথবা জীবনধারণের তাগিদে, ছড়িয়ে ছিটিয়ে আছে-
সুদূর নীল জলরাশির ওপারে কোনও শীতল তেপান্তরে,
কিংবা কোনও ঝাঁ চকচকে মরুশহরের বিলাসী জীবনে,
নচেৎ এখনও বন্দি, সপরিবারে নিজস্ব যৌথ পরিবারে।


সেই আমি, কৈশোরে উদ্দীপনায়, নিত‍্য রহস‍্য উন্মোচনে,
শ্বেত শুভ্র বলাকার মতো পাখা মেলে, উত্তাল চরিতে,
উড়েছি, অহরহ দূরদূরান্তে, কোনও অজানা সন্ধানে।
কি পেয়েছি আর কি পাই নি, তারই হিসাব কষেছি
বারে বারে, আজন্ম বাঁধানো হিসেবের খাতাটিতে,
না মেলার উপঘাতে, প্রতিবারই হারিয়েছি নিজেকে।