কৈশোরের আমিটা কোথায় যেন হারিয়ে গেছে?
মাঝে মাঝে যখন রাতে স্বপ্নে ভেসে আসে
হটাৎ ঘুম ভেঙ্গে মনে হয়, এখনও এসব মনে আছে?
দুঃখগুলো হৃদয় থেকে দলা পাকিয়ে উঠে আসে
যখন ভাবি, প্রিয় বন্ধুরা অনেকেই হারিয়ে গেছে
সেই কালপ্রবাহে, অনন্ত শান্তির স্বর্গে, চিরতরে।
মনের মানুষগুলো, কেউ কেউ হয়তো বা এখনও বেঁচে,
আমারই মতন, পুরোনো জীবনের স্মৃতির গ্রন্থাগারে,
অথবা জীবনধারণের তাগিদে, ছড়িয়ে ছিটিয়ে আছে-
সুদূর নীল জলরাশির ওপারে কোনও শীতল তেপান্তরে,
কিংবা কোনও ঝাঁ চকচকে মরুশহরের বিলাসী জীবনে,
নচেৎ এখনও বন্দি, সপরিবারে নিজস্ব যৌথ পরিবারে।
সেই আমি, কৈশোরে উদ্দীপনায়, নিত্য রহস্য উন্মোচনে,
শ্বেত শুভ্র বলাকার মতো পাখা মেলে, উত্তাল চরিতে,
উড়েছি, অহরহ দূরদূরান্তে, কোনও অজানা সন্ধানে।
কি পেয়েছি আর কি পাই নি, তারই হিসাব কষেছি
বারে বারে, আজন্ম বাঁধানো হিসেবের খাতাটিতে,
না মেলার উপঘাতে, প্রতিবারই হারিয়েছি নিজেকে।
সুপ্রভাত কবি।
ছোটবেলা আর ফিরে আসেনা
স্মৃতির গ্রন্থাগার থেকে যাহা ভেসে আসে
তাহা আমার সুখ দুঃখ হাসি কান্নার সেই পাণ্ডুলিপি
নিজেই হাসি নিজেই কাঁদি হিসাব কিছুতেই মেলেনা।
সবকিছু ভালতো? ভালো থাকবেন । রক্তিম শুভেচ্ছা।
একদম প্রিয় কবিবন্ধু!
চমৎকার অনুভূতিতে রচিত প্রিয় কবির কৈশোরের হারিয়ে যাওয়া স্মৃতির কথামালা। অপূর্ব জ্ঞান লব্দের নান্দনিকতায় ভরপুর একটি কবিতা উপহার দিলেন খুব ভাল লাগা রইল। শুভসকাল।।
এক অনবদ্য নষ্টালজিক উপস্থাপনা।এই কবিতা সবার মনকথা।
সেই দুরন্ত কৈশোর যদি ফিরে পেতাম কবি
হয়তো বদলে ফেলতাম জীবনের ছবি...
কবিতায় 'হারানিধি'র জন্যে ব্যাকুল অদ্যাবধি
দময়ন্তী*****
অদ্ভুত সুন্দর। খুব ভালো লাগল পূর্ব স্মৃতি মাখা মনের কবিতা।
অনবদ্য! বাক্যগুলো আবেগে মথিত করে দিলো মন! হাহাকারেও, এমনই কাব্যিকতা মুখর এবং গভীর! হারিয়ে ফেলা কৈশোর ফিরে পেতে চায় মন! আর বন্ধুদের কেউ আছে কেউ নেই! কেমন খেই হারাই বেদনার্ত হয়ে পড়ি! পুরোনো জীবনের স্মৃতির গ্রন্থাগারে" "সুদূর নীল জলরাশির ওপারে কোনও শীতল তেপান্তরে" "ঝাঁ চকচকে মরুশহরের বিলাসী জীবনে" "শ্বেত শুভ্র বলাকার মতো পাখা মেলে" "আজন্ম বাঁধানো হিসেবের খাতাটিতে" কী সুন্দর সব মন আলোড়িত করে দেয়া বাক্যের নির্মাণ! অবশেষে "প্রতিবারই হারিয়েছি নিজেকে" ভরিয়ে দেয় বিষাদে আর কবিতা পাঠের তৃপ্তিতে! এই অনুভূতি প্রকাশে অপূর্ব লিখেছেন কবি! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
প্রতিটি মানুষেরই একই অনুভূতি, আহা যদি শৈশব কৈশোরে ফেরা যেতো! মানুষের এই নষ্টালজিক মনোবৃত্তি কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না। তারমধ্যে আবার চলাফেরার সঙ্গী সাথী কে বেঁচে আছে জগত ছেড়ে গেছে পেছন ফিরে তাকাবার এই যে সদিচ্ছা , ক'জনের মনে এসে আঘাত করে?
আপনার সুসমৃদ্ধ চেতনায় উঠে এলো াততি সুচারুভাবে। আমি ও ফিরে যাই মাঝে মধ্যে।
অনেক ভালো থাকুন কবি।
কিশোরাবস্থায় মন থাকে অদম্য জানার ইচ্ছা , মস্তিষ্ক থাকে খালি খালি- শূন্য ! যা দেখি সবই নূতন , সমাজ দেশ জনতা সবাইকে ভালবাসতে ইচ্ছে জাগে ।
জীবনবোধের উপর সুন্দরকাব্য প্রকাশ , মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা , ভাল থাকুন সদা ।
স্মৃতি রোমন্থন করে জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে যাওয়ার বিড়ম্বনার অপূর্ব কাব্যিক উপস্থাপনা! নদীর মতই প্রবাহমান জীবন! নানান চড়াই উৎরাই পেরিয়ে গন্তব্য পৌঁছায়! হিসাব মিলানো যায় না! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
শৈশবের স্মৃতির পাতায় ভেসে ওঠে কত সুর
হারানো দিন যায় কী পাওয়া আর?
তবুও তো ভাবতে ভালো লাগে স্মৃতি সুমধুর।।
চমৎকার প্রকাশ।। অনন্য অনুভবের আলোড়ন কবিতায়।। ভিষণ ভালো লাগল।। অন্তত শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি।। ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
কালের আবর্তে পিছনে ফিরে দেখা জীবনের ভাবনায় অপূর্ব কাব্যিক প্রণয়ন।
নিজের মাঝে নিজেকে হারিয়ে খুঁজি
পাওয়া না পাওয়ার হিসেব বুঝি,
কতো অতৃপ্ততা ভেসে উঠে মনে
মুগ্ধতা ভাবনার কাব্যিক সৃজনে।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানবেন প্রিয় কবি প্রিয়জন।
গভীর উপলব্ধির সুন্দর প্রকাশ!
শুভেচ্ছা ও ভালোবাসা জানাই অগাধ।
দারুন জীবনমুখী কবিতা পাঠে মুগ্ধতা সহ ভাললাগা রাখিলাম ধন্যবাদ।
অসাধারণ! অসাধারণ জীবনবোধ ফুটে উঠলো নান্দনিকভাবে আপনার কবিতায় শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
বায়োলজিক্যালি আমার কৈশোরও সবার মতোই বিদায় যা আমি বিদায় দেইনি, তা হলো আমার ভেতরের কিশোর কে। এ নিয়ে এই আসরেই ক`দিন হলো লিখেছিলাম, আপনিও সেখানে সদয় মতামত প্রদান করেছিলেন। প্রাসঙ্গিক মনে করে তা আবার এখানে তুলে দিলাম :
কিশোর
- ফারহাত আহমেদ
ভেতরের আমি এখনো কিশোর,
কাঙ্খিত এলোমেলো,
পঞ্চাশ পাড়ি দিয়েছি আগেই,
কিশোর এখনো ষোলো।
দুনিয়া কত কি শেখায়, শিখিনা,
"বিরাট শিশু" কে দেখি,
টিকতে যখন হবেই, "শিখিনা"
বলেছি, তবুও শিখি।
এখনো কিশোর বেঁচে আছে, কেন
গলা টিপে মেরে ফেলিনি?
উত্তর নাই, বুঝবে না, খেলা,
তাদের সাথে খেলিনি।
কবিতাটি ১৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/০৭/২০২২, ০০:০০ মি:
এবার আসি আপনার অনবদ্য সৃষ্টি প্রসঙ্গে। জীবনযুদ্ধ জীবন থেকে কি কি কেড়ে নেয় তা তো আপনার সৃষ্টিশীল লিখনীতেই পাঠ করলাম। কিন্তু আমরা তো আইনস্টাইন এর ই কোন না কোন রকম ভাই, যে বা যারা মস্তিষ্কের এখনো হয়তো পুরো পাঁচ শতকরাও খরচ করতে শিখিনি। ম্যালা গা ভাসিয়েছি, কি দরকার আর? আত্মস্থ হয়ে একটু নিজের ভেতরেই খুঁজি না কেন? "পাইলেও পাইতে পারি মানিক রতন"। অভিনন্দন, সম্মানিত কবি।
পেছনে ফেলে আশা দিনগুলোর দিকে ঘুরে তাকানো, জীবনের পাওয়া না-পাওয়ার অঙ্ক কষা, আত্মানুসন্ধান - সব কিছু মিলে খুব চমৎকার কাব্যিক প্রয়াস। প্রিয় সম্মানিত কবি, আপনার সার্বিক মঙ্গল কামনা করি।
জীবনবোধের অনবদ্য উপস্থাপনা ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সারাক্ষণ ।। শুভ কামনা অবিরত
অসময়ে এসে জীবনকে খুঁজা! কৈশোর ভাবনায় জীবনের এই প্রান্তে এসে আফসোস পুড়ায়। আমার আমিকে খুঁজে ফিরি বারে বারে....
জীবন ভাবনায় চমৎকার এক কবিতা উপহার দিলেন প্রিয় কবি।
শুভকামনা নিরন্তর।
"ভাবিলাম হায়
আর কোথায়
ফিরে পাবো সে জীবন---" কবিগুরুর কথাই মনে পড়ে দাদা। নাঃ আর ফিরে পাব না।
মনের মতো সুন্দর কবিতা!
লিখে চলুন এই রকমই দাদা।
প্রণাম জানবেন ছোট বোনের।