নতুন ক্যানভাস, রঙ, তুলি, নিয়ে বসে,
সাজাব শ্রেষ্ঠ জীবনের কথা, রঙিন ছবিতে,
কি অদ্ভুত অনুভূতি, জীবনের মায়ার খেলাতে,
একই কথা নানা রঙে, ভিন্ন ভিন্ন মানে।


প্রত্যুষের লাল রঙ, আকাশেতে আবীর ছড়ায়,
রাতের কালিমা মুছে, দিগন্তে সূর্য উদয়,
পাখি সব চোখ মেলে, সাথিদের ডাকে,
লাল রঙ অন্তর্ধানে, জাগ্রত সোনার মলাট,
বরফের চূড়া নয়, শোভা পায়,স্বর্ণ মুকুট,
শিশু রবি বৃদ্ধ হয়, নীলাকাশে হেঁটে।


নিশাচর ঘরে ফেরে, প্রভাত কিরণে,
পাখিদের কলরবে, আড়মোড়া ভাঙ্গে,
সূর্য বন্দিত হয়, নির্মল নিস্কলঙ্ক দিনের প্রারম্ভে,
জীবনের শুরু হয় শরীরচর্চায়,প্রাতর্ভ্রমণে,
সাফল্য কামনা নিয়ে সারি সারি, কর্ম অভিমুখে,
সেই রঙে প্রস্ফুটিত, শ্বেত শুভ্র হৃদয় বাসনা।


হরেক রঙের পথে, জীবনের প্রত্যক্ষ সংগ্রাম,
যুদ্ধ জয়ে, নানা রঙে আবিরে উল্লাস,
পরাজিত মাথা নিচু, দূর্ভাগ্যের ফের,
শিকারি পশুর হাতে, ছিন্নভিন্ন শীর,
অজান্তেই নদী স্রোতে, ভেসে যায় বীর,
সাফল্যের সিঁড়ি বেয়ে, মাঝপথে অবসন্ন দেহ,
গোধূলি লগনে সাজে, শত শত গৃহ।


সারাদিন দ্বিধা, দ্বন্দে, উদাসীন মন,
অবসন্ন, পরাজিত, রঙের সন্ধান,
প্রত্যেক জীবনই ধন্য, সংগ্রাম আলেখ্য,
উদ্ভাসিত সব রঙেই, প্রত্যেক জীবন।


ক্যানভাস ছবিহীন,
শ্রেষ্ঠ জীবন নির্বাচনের, ব্যর্থতার দায় ভার নিয়ে।