সমুদ্রের তীর ঘেঁসে বালিয়াড়ি,
তার পরেই ঝাউগাছের সারি,
মাঝখান দিয়ে রাস্তা, পাথর বাঁধানো,
সমুদ্রের জোয়ারের ঢেউ এর সমাপ্তি রেখা।
রাতের সমুদ্র কি ভয়ঙ্কর সুন্দরী!
মনে হয় যেন বিশাল জনসমুদ্রের ঢেউ
ঝাঁপাচ্ছে, সারি সারি মিলিটারি ব্যারিকেডে,
পরের ঢেউ আবার আসছে, লাশের ওপর দিয়ে।
রাস্তা, হোটেল, ঝাউবন, পুলিশ কর্ডন,
অন্ধকারে ঠিকঠাক কিছু ঠাওর হচ্ছে না,
ঢেউ এর আঘাতে সব তছনছ হয়ে যাচ্ছে।
এলার্ট সাইরেন বেজেই যাচ্ছে?
না কি এ্যাম্বুলেন্সের আওয়াজ? লাশ সরাচ্ছে?
ব্যারিকেডগুলো ক্রমশই অদৃশ্য,
বহুল চর্চিত দুর্নীতির বিরুদ্ধে, একের পর এক
নিপীড়িত মানুষের, সুনামির প্রবল জনোচ্ছ্বাস।
বালির বস্তার আড়ালের প্রতিরোধ ধুয়ে মুছে সাফ,
রেড এলার্ট জারি হয়েছিল অনেক আগেই,
সুনামি আছড়ে পড়েছে, ফাঁকা অস্থায়ী সেনা ছাউনিতে,
ভেসে গেছে শাসক বাহিনীর সব প্রতিরোধ।
লবণাক্ত অশ্রুজলে, নতুন প্রজন্মের হাতছানি,
ভাঙাচোরা অর্থনৈতিক পরিমণ্ডলের পরিবেশে,
বৃহৎ শক্তিগুলির দেদার ঋণের উপঢৌকন!
অরুণ বরুণ কিরনমালাদের কুম্ভিরাশ্রুর প্রতিবেদন।
কি হবে নতুন যুগের আশার ভবিষ্যৎ?
অন্ধকার না আলো?
আলোর সুবর্ণ গোলকের দিকে তাকিয়ে সমগ্র জাতি,
হেরে যাওয়া নেতারা দিয়েছে বিদেশে পাড়ি।
সারারাত সুনামির শেষে, নতুন সূর্যোদয়ের সাথে,
ফুটে উঠেছে বালিয়াড়ির লাল লাল কাঁকড়াদের,
আমৃত্যু বহন করার অঙ্গীকার!
সেই আদি এবং অকৃত্রিম লাল নিশান।
এ লেখা নিয়ে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।
আমার পড়া আপনার অন্যতম সেরা লেখা!
বহু দিন আগে পড়া একটা লাইন মনে পড়ে যাচ্ছে-
"আমি আছি অনাগত বিপ্লবের ঝোড়া হাওয়ায়,
দিগন্ত জোড়া মানুষের মিছিলে"।
মনে পড়ে যাচ্ছে আরো কতো কতো লাইন
যেমন-
"দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে
সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন
তুমি আলো,আমি আঁধারের পথ বেয়ে
আনতে চলেছি লাল টুকটুকে দিন"
আরো কতো গান-
"পথে এবার নামো সাথী",
Bell Ciao,আরো কতো!!!!!
প্রণাম কবি।প্রণাম।
কবিতা নয়, ঠাণ্ডা বোমার মতো। উপর দিয়ে সাভাবিক কিন্তু ভেতরটা আগুনে ভরা। শুভকামনা থাকলো প্রিয় কবির প্রতি।
সুন্দর আপনার কবিতাটি। সুন্দর ভাবনার
সুন্দর কবিতা। অনেক শুভকামনা জানালাম
মানবিক ভাবনা এবং দেশ প্রেমের অসাধারণ প্রতিবাদী কবিতা! দুর্দান্ত কাব্যিকতা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সুপ্রভাত কবি।
সুযোগ পেলেই রঙ পাল্টে
কেউ কেউ হয়ে যায় বহুরূপী।
আদি অকৃত্রিম রক্ত রং বদলায় না
লাল কাঁকড়ার মতন হয় জীবনমুখী।
রক্তিম শুভেচ্ছা।
আমি শ্রীলঙ্কাতে আবদ্ধ হতে চাই না। আমি জানি সবচেয়ে ভালো বুঝতে পারছেন সম্মানিত কবি র মতো ম্যাচিওরড, প্রবুদ্ধ জণগোষ্ঠী, কবি তাঁদের হয়ে হুইসেল ব্লো করেই যাচ্ছেন, কিন্তু ভীষণ রাগ হয় যুবাকূল এর ওপর যারা এখনো রাঙতা দেখে সোনা চিনতে ভুল করছেন। হয়তো এটাই প্রাকৃতিক, কিন্তু তার সুযোগেই ধেড়ী ইঁদুর সাফ করে দেয় গোলার ধান। একসময় প্রকৃতির দিকেই তাকাতে হয়, যার আসা কোন প্রতিবন্ধক ঠেকাতে পারেনা, যার আসতে কোন প্রটোকল লাগে না।
শেষটায় কবি তার প্রিয় লাল নিশান দিয়ে লেবেলিং করলেন বটে, আমিও কিচ্ছু বলবো না, শুধু সব অনাচারের বিরূদ্ধে চাই পরম কাঙ্খিত বিজয়।
অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
আপনার কবিতাটি অসাধারণ কথামালায় ফুটিয়ে তুলেছেন কবি ।। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
সুন্দর প্রতিবাদী লেখা। অনেক অনেক অভিনন্দন সম্মানিত কবি।
ভারি সুন্দর লিখেছেন প্রিয় কবি। মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
রূপকে বাস্তব ঘটনার চিত্রায়ণ।। চমৎকার প্রতিবাদী প্রকাশ।। অনন্য অনুভবের আলোড়ন কবিতায়।। ভিষণ ভালো লাগল।। অন্তত শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি।। ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
লাল সেলামে কূর্ণিশ করি
তোমায় লাল নিশান,
কর্মে কাণ্ডে জীবন ভরই
তুমি চির অম্লান।
হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা।
সুন্দর লেখনীতে অনন্য অভিঘাতের আলোড়ন।
অপূর্ব অপূর্ব!
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় সম্মানিত কবি।
দু র্দা ন্ত দাদা!
জেগে উঠুক লাল নিশান।
খুব ভালো থাকুন সব সময় দাদা।
শুভ সকাল। শ্রদ্ধা জানবেন ছোট বোনের।
রূপকে বাস্তব ঘটনা প্রবাহের চমৎকার চিত্রায়ণ। অনেক দেশ হয়তো এই অধপতন ঠেকাতে পেরেছে শ্রীলঙ্কা পারেনি। এখনো বিপদ কাটেনি! এই তিন বছর সারা বিশ্বেই টালমাটাল অবস্থা, কখনো করোনা,কখনো যুদ্ধের দামামা আবার চোখ রাঙাচ্ছে দুর্ভিক্ষ!
অনবদ্য কবিতা পাঠে ভীষণ মুগ্ধ।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
কবিতা মনে করিয়ে দেয় শ্রীলঙ্কার অধঃপতন...
দুর্নীতিগ্রস্থ নেতার পলায়ন
রূপকের অন্তরালে জনজাগরণ...
তীব্র অভিঘাতের আলোড়ন...
সাধু সাধু*****
চমৎকার রূপকে দারুণ আবেগঘন জীবনমুখী ভাবনার প্রতিবাদী কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
"অরুণ বরুণ কিরনমালাদের কুম্ভিরাশ্রুর প্রতিবেদন " এর দারুণ ঘাত প্রতি ঘাতে,
আর "সারারাত সুনামির শেষে" কবির আশাবাদী উপলব্ধি- খুব ভালো লাগলো ও অনুপ্রাণিত।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।
"সেই আদি এবং অকৃত্রিম লাল নিশান ।"
যাহা প্রকৃতি দ্বারা স্বতঃসিদ্ধ , তার নিশান যায় না । মধুর কথা- বিচার , মনভরে গেল । প্রতিবাদী কাব্য . - প্রকাশ , মুগ্ধ ।
শুভরাত্রি , ভাল থাকবেন প্রিয়কবি , শুভেচ্ছা অসীম ।
ভালো লাগলো কবিতাটি। একবার শুরু করলে শেষ পর্যন্ত না পড়ে থাকা যায় না, বেশ গল্পের মত এগিয়ে গেছে পুরো কবিতাটি। সমুদ্রের ঢেউ যে ভাবে মিলিটারি ব্যারিকেডগুলোকে ধ্বংস করে নতুন ভবিষ্যতের সূচনা করলো তার খুব সুন্দর বর্ননা কবিতায় ফোটে উঠেছে। আপনার অন্যান্য কবিতার মতন এই কবিতাটিও খুব সুন্দর লাগলো। শুভকামনা!