সমুদ্রের তীর ঘেঁসে বালিয়াড়ি,
তার পরেই ঝাউগাছের সারি,
মাঝখান দিয়ে রাস্তা, পাথর বাঁধানো,
সমুদ্রের জোয়ারের ঢেউ এর সমাপ্তি রেখা।
রাতের সমুদ্র কি ভয়ঙ্কর সুন্দরী!
মনে হয় যেন বিশাল জনসমুদ্রের ঢেউ
ঝাঁপাচ্ছে, সারি সারি মিলিটারি ব‍্যারিকেডে,
পরের ঢেউ আবার আসছে, লাশের ওপর দিয়ে।


রাস্তা, হোটেল, ঝাউবন, পুলিশ কর্ডন,
অন্ধকারে ঠিকঠাক কিছু ঠাওর হচ্ছে না,
ঢেউ এর আঘাতে সব তছনছ হয়ে যাচ্ছে।
এলার্ট সাইরেন বেজেই যাচ্ছে?
না কি এ‍্যাম্বুলেন্সের আওয়াজ? লাশ সরাচ্ছে?
ব‍্যারিকেডগুলো ক্রমশই অদৃশ‍্য,
বহুল চর্চিত দুর্নীতির বিরুদ্ধে, একের পর এক
নিপীড়িত মানুষের, সুনামির প্রবল জনোচ্ছ্বাস।


বালির বস্তার আড়ালের প্রতিরোধ ধুয়ে মুছে সাফ,
রেড এলার্ট জারি হয়েছিল অনেক আগেই,
সুনামি আছড়ে পড়েছে, ফাঁকা অস্থায়ী সেনা ছাউনিতে,
ভেসে গেছে শাসক বাহিনীর সব প্রতিরোধ।
লবণাক্ত অশ্রুজলে, নতুন প্রজন্মের হাতছানি,
ভাঙাচোরা অর্থনৈতিক পরিমণ্ডলের পরিবেশে,
বৃহৎ শক্তিগুলির দেদার ঋণের উপঢৌকন!
অরুণ বরুণ কিরনমালাদের কুম্ভিরাশ্রুর প্রতিবেদন।


কি হবে নতুন যুগের আশার ভবিষ্যৎ?
অন্ধকার না আলো?
আলোর সুবর্ণ গোলকের দিকে তাকিয়ে সমগ্র জাতি,
হেরে যাওয়া নেতারা দিয়েছে বিদেশে পাড়ি।
সারারাত সুনামির শেষে, নতুন সূর্যোদয়ের সাথে,
ফুটে উঠেছে বালিয়াড়ির লাল লাল কাঁকড়াদের,
আমৃত‍্যু বহন করার অঙ্গীকার!
সেই আদি এবং  অকৃত্রিম লাল নিশান।