সংঘর্ষের শেষ ভাগে হিসেব নিকেশ-
বহু প্রাণ বলি দিয়ে ফেলে নিশ্বেস,
অতঃপর গন্তব্য হয় সোশ্যাল মিডিয়ার,
যেখানে লুণ্ঠিত হয়েছে যত পরিবার।
মিথ্যা আশ্বাসের তুফানের স্রোত-
মিডিয়ার ক্লিপ নিয়ে উত্তাল মাধ্যম,
সবকিছু জমা করে দলীয় প্রচার,
জীবনের বিকিকিনি দলের প্রসার।


অত্যাচারিত মানুষের কান্না,
সারা বিশ্বে হয় ধিক্কৃত-
থাকে শুধু নীরব মোমবাতির মিছিল,
সমস্ত দেশের সংবাদে, প্রতিফলিত হয় নিন্দা,
কিন্তু বিশ্বব্যাপী কলমের লেখনীতে-
সার্বিক জীবনযাত্রার শুদ্ধিকরণ, প্ররোচিত হয় না,
সুস্থ বিচারের অপেক্ষায় থেকে থেকে-
অত্যাচরিত জীবন চলে যায় অন্তরালে।


আর কতদিন, আর কতদিন
হিংসার মাধ্যমে জনতার বলিদানে-
ধ্বনিত হবে দলীয় ক্ষমতার জয়গান?
আর কতদিন, আর কতদিন
রক্তে রাঙা গালিচা পেরিয়ে-
অভিষিক্ত হবে ক্ষমতার সিংহাসন?
আর কতদিন, আর কতদিন
সভ্য জগতের মলাটের আড়ালে-
সন্ত্রাসের আশঙ্কায় কাটাবে মানব জীবন?


এ মানবজীবন একান্তই অনভিপ্রেত-
চাই বিশ্বব্যাপী লেখনীর অগ্ন‍্যুৎপাত,
উদ্গীর্ণ লাভায় হবে-
সন্ত্রাসের দামামার বিলুপ্তিকরণ,
নৈতিকতার ছত্রছায়ায় হবে-
সভ্য মানবজাতির অভ্যুত্থান।
আমরা অপেক্ষায় আছি....