সেই দিনটা এগিয়ে আসছে,
বসে থাকছি হতাশার বৃত্তে,
খারাপ চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে,
বুকের ভেতরটা ভেঙ্গে যাচ্ছে,
ঠুনকো ভবিষ্যতটা গিলে খাচ্ছে।


অসাড় চিন্তা, অদৃষ্টকে করে দোষারোপ,
সুস্থ চিন্তা ভাবনাগুলো হয়েছে বিলোপ,
জীবনের  রন্ধ্রে রন্ধ্রে  বঞ্চনার প্রলেপ,
হৃদয় বিদীর্ণ হওয়া অশনি সঙ্কেত,
কালের যাত্রার ধ্বনি শুনি অবিরত।


বর্তমান প্রজন্ম, মানে না অদৃষ্ট লিখন,
আনন্দ উৎসবে মেতে, কাটে বর্তমান,
অফুরন্ত উন্মাদনা ভয় ডর হীন।
কাল যদি শেষ হয়, বাধাহীন উদ্দাম জীবন?
যেতেই তো পারে, আজ তো থাকুক শঙ্কাহীন।


হয়ত আমাদের চিন্তাই, অনর্থক গুলিয়ে দেওয়া,
হয়ত ভবিষ্যতের চিন্তায় চিন্তায় মশগুল থাকা,
যা হয়ত অবলীলায়, পেরিয়েই যাবে যুবারা।
জলে বাস করে কুমীরের সাথে আড়ি করেই,
বঞ্চনার জীবনটা কাটাব, অর্থহীন উপদেশ দিয়েই।


আর যদি যুব মনটা নিয়ে, মিশে যাই তারুণ‍্যে?
সকালের নির্মল আকাশে, কষ্টগুলো দিই ভাসিয়ে?
প্রজ্ঞার মলাটটা মুখ থেকে এক টানে দিই সরিয়ে?
যারা পারবে না, তারা যত ইচ্ছে নিন্দা করুক না-
যারা পারবে, শেষদিন পর্যন্ত বাঁচবে তো আনন্দে।


সেই আনন্দে, নেই কোন জাতি ধর্ম ভেদাভেদ,
থাকবে না হতভাগ‍্যের কোনও দূর্ভাগ‍্যের রেশ,
নতুন উদ্দমের প্রত‍্যয়ে, বিফল অনুশোচনার লেশ।
এই ভাবেই বাকি জীবনটা, কেটে যাবে বেশ,
জীবনটা একটাই, হাসিমুখেই না হয়, হোক না শেষ।