নিজের আখের গুছিয়ে
রঙিন স্বপ্ন দেখিয়ে,
পেতে রাখলাম ফাঁদ
সবাই কুপোকাত।


এবার শুরু খেলা
মিথ্যের জাল বোনা,
হয়ে গেলাম রাজা
রাস্তা এবার ফাঁকা।


জনগণের চোখে
দিলাম বেঁধে ঠুলি,
আমার যুক্তি অকাট্য
এটাই শুধু সত্য।


ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা
মনে রাখতে গিয়ে,
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
দিলাম বসিয়ে।


চাপে পড়ে উল্টো কথায়
ঝেড়ে সাতকাহন,
বুঝিয়ে দিলাম এটাই সত্য
আগের খানা ভুল।


নিচু হলাম সবার কাছে
জিতি যদি হেরে,
পরের বারে শুধরে নেব
তখন দেখা যাবে।


কাকে কাকে কি ঢপেছি
বিলকুল সব সাফ,
অবশেষে চাইছি আমি
সবার কাছেই মাফ।


ভবি কি আর ভোলে
হাসছে তলে তলে,
সাহস করে বলছে না কেউ
রাজা উলঙ্গ।