কেন এর মধ‍্যের কেন গুলো বড্ড বেশী মাত্রাছাড়া,
সহজ কথা সহজ ভাবে না বুঝলেই ছন্নছাড়া,
তিলের মধ‍্যে তালটা বুঝেই সৃষ্টি হচ্ছে সৃষ্টিছাড়া,
গভীর রাতে ঠুমরি শোনায় কলির রাধা মনোহরা।
দিল দরিয়ায় পূর্ণ ঘড়া, তখন বোধহয় লাগামছাড়া,
উঠতে বসতে দিনে রাতে কাজল দীঘল চক্ষুজোড়া
বরুণ প্রাতে অঝোর ধারায় খুশির হাটে আত্মহারা,
মোনালিসার হাস‍ি হেসেই ছবির কদর ভুবনজোড়া।


মিছে কথার ভুলভুলাইয়ায় বেঁচে থাকাই বিষম দায়,
জন্ম পাগল দলে দলে হচ্ছে গায়েব সাহারায়,
কথার পিঠে কথা বেচেই তর্কবাগীশ শক্তি পায়,
হেঁচকি তুলেই সবজান্তার বহ্বারম্ভ লঘুক্রিয়ায়।
অহমিকার পাঁচিল তোলে অমানিশায় অসময়,
বাঘের মাসীর দেমাক ভারী যখন থাকেন তপস‍্যায়।
বিনা দোষে পাচ্ছে শাস্তি, সাধুর জীবন বিষময়
পুতুল খেলার পুতুলগুলোর ভবলীলাও সাঙ্গ প্রায়।


সব পেয়েছির হাটে যখন হট্টমেলার সন্ধ‍্যারাগ,
মোহনশাঁখের সুরে সুরে তুলসীতলায় চাঁদের হাট,
বাতাসে আজ ফুলের সুবাস, করল আমায় মনমাতাল,
অবশদীঘির আবেশঘুমে  রাতের শেষে হয় সকাল।
গ্রামের পুকুরঘাটে যখন বটের ঝুড়ি থাবা বসায়,
আঁধার রাতের আত্মারা সব নাকিসুরেই ভয় দেখায়,
ছেলেবেলা অমর হয়ে থাকুক স্মৃতির মণিকোঠায়,
শেষের সেদিন আসুক পরে, এখন বাঁচি আচ্ছন্নতায়।


[খুব অসুস্থতার মধ‍্যেও, যখন নজরদারী একটু শিথিল হয়, তখন মন পড়ে থাকে আসরে। কেউ জানালেন আজ বিশ্ব কবিতা দিবস। তাই আর পারলাম না।আসরের সমস্ত কবিবন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।তবে মন্তব‍্য এবং মন্তব‍্যের উত্তর দিতে আরও সুস্থ হতে হবে, নজরদারী শিথিল হবার জন‍্য। ততদিন পর্যন্ত সবার কাছে না পৌঁছতে পারার জন‍্য, মার্জনা চেয়ে নিচ্ছি।]