কেউ কিছু বলছে না,
কেউ কিছু জানাচ্ছে না,
মানুষ হারিয়ে যাচ্ছে কালের গভীরে,
এক ধাক্কায় পৃথিবীতে মৃত‍্যু হার বাড়ছে।
চারপাশের মৃত‍্যু মিছিল দেখে ক্লান্তিতে-
মোবাইলে আসা খবরগুলো অসহ‍্য হয়ে যাচ্ছে।


এত দুঃখে মনে হচ্ছে, যারা চলে যাচ্ছে-
চরম গাফিলতির শিকার হয়ে,
যারা থেকে যাচ্ছে তাদের-
মানসিক ভাবে ধ্বংস করে দিয়ে যাচ্ছে।


যারা থেকে যাচ্ছে, মৃত‍্যু আতঙ্ক একাকিত্বে,
এই মৃত‍্যু উপত‍্যকায়,
তাদের কেউ হয়ত, এই দুঃসহ দুশ্চিন্তা-
সহ‍্য করতে না পেরে, হেরে যাবে জীবনের কাছে,
কেউ বা অন্তর্দহনে, অবক্ষয়ের চূড়ান্ত পরিণতিতে,
অবচেতনে নিজের অস্তিত্বকে মৃত মনে করে,
উন্মাদ হয়ে শ্মশানে শ্মশানে ঘুরে-
মৃতদেহ উল্টিয়ে নিজেকেই খুঁজবে।


এই বেদনার কাব‍্যে নিঃশেষিত পৃথিবী,
একান্তই অনভিপ্রেত।
বিশ্বপিতার কাছে তাই, একটাই সমবেত প্রার্থনা:
ধুয়ে যাক পৃথিবীর সমস্ত অসহ‍্য জঞ্জাল,
এ পৃথিবী আবার হোক উচ্ছ্বল নির্মল,
চলার পথটা হোক হাতে হাত রেখে, একসাথে-
মিলে যাক সব পথ জীবনের পথে।