চল না সবাই আনন্দেতে
নাচি সারা জীবন জুড়ে,
যেমন করে ময়ূর নাচে
মেঘলা রোদে বনের মাঝে।
ঝর্ণা যেমন ওঠে নেচে
বর্ষা কালের বৃষ্টিপাতে।
হরিণ শিশু বনের মাঝে
নাচে বেজায় খুনসুটিতে,
প্রজাপতির ডানায় নেচে
সৌভাগ্য কাছে আসে।
টম আর জেরির তুমুল নাচে
নাচছে খোকা দু হাত তুলে।
সাপুড়ের ঐ বাঁশির তালে
সাপের ফণা নাচে দুলে,
কৃষ্ণ বাঁশির সুরে সুরে
নাচত রাধা বৃন্দাবনে।
বাঁশিওয়ালার বাঁশির সুরে
ইঁদুর নাচত হ্যামিলনে।
নাচতে নাচতে আত্মহারা
থাকছি ভুলে জীবন জ্বালা।
বসন্তেরই সমাগমে
কোকিল ডাকে কুহু রবে,
হৃদয় মাঝে, উথাল-পাথাল
প্রেমের নদী, জাতে মাতাল।
একটি জীবন নির্মল আনন্দের কবিতা লিখেছেন! "থাকছি ভুলে জীবন জ্বালা। " এখানেই মাহাত্ম্য! বিভিন্ন খুব সুন্দর উপমা এনেছেন! পাঠ মননে ছড়িয়েছে দারুণ মাধুর্য! খুব সুন্দর একটি কবিতা! মুগ্ধ কবি। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
অপূর্ব সুন্দর ছড়া কবিতা। আন্তরিক শুভকামনা রইল প্রিয় কবিবর।
নাচ এর বিবিধ তাল ও লয়...
মনে দোলা দেয়...
বিনোদিনী***
চমৎকার ছন্দে আনন্দে জীবনবোধের রম্য কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
নাচায় রাজা নাচে প্রজা
অমন নাচানো নয় সোজা,
নাচায় বাতাস নাচে জল
কোথায় পেলো এতো বল?
নাচায় বলে নাচি আমি
জানেন সবি অন্তরযামী।
সুন্দর রমরমা রম্য কবিতায় অনুপ্রাণিত হলাম প্রিয় কবি প্রিয়জন, অসংখ্য শুভকামনা জানবেন প্রিয় কবি।
রম্য রসে ভরপুর অপূর্ব কাব্যিক উপস্থাপনা! দারুণ দারুণ উপমায় সমৃদ্ধ লেখা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
রম্যরসে ভরপুর অনন্য জীবনবোধ ফুটে উঠলো নান্দনিকভাবে অনবদ্য কবিতায় শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। আপনার জন্য শুভকামনা সবসময়।
দারুন জীবনমুখী নাচের ছন্দে পাঠে মুগ্ধতা সহ ভাললাগা রাখিলাম ধন্যবাদ।
ভালো লাগার এক চমৎকার প্রকাশ
--- শুভ কামনা অবিরাম ---
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়
চমৎকার ছন্দের অন্তমিলে অপূর্ব কবিতা "নাচের ছন্দে"
শুভেচ্ছা অন্তহীন প্রিয় কবি।
দারুণ সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবিজী। আপনার লেখা অনেক জনপ্রিয় হোক এই শুভ কামনা করি। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
"নাচতে নাচতে আত্মহারা /থাকছি ভুলে জীবন জ্বালা "
দারুণ ছন্দে, গভীর অর্থে চমতকার একটি কবিতা উপভোগ করলাম।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।