চল না সবাই আনন্দেতে
নাচি সারা জীবন জুড়ে,
যেমন করে ময়ূর নাচে
মেঘলা রোদে বনের মাঝে।
ঝর্ণা যেমন ওঠে নেচে
বর্ষা কালের বৃষ্টিপাতে।


হরিণ শিশু বনের মাঝে
নাচে বেজায় খুনসুটিতে,
প্রজাপতির ডানায় নেচে
সৌভাগ্য কাছে আসে।
টম আর জেরির তুমুল নাচে
নাচছে খোকা দু হাত তুলে।


সাপুড়ের ঐ বাঁশির তালে
সাপের ফণা নাচে দুলে,
কৃষ্ণ বাঁশির সুরে সুরে
নাচত রাধা বৃন্দাবনে।
বাঁশিওয়ালার বাঁশির সুরে
ইঁদুর নাচত হ‍্যামিলনে।


নাচতে নাচতে আত্মহারা
থাকছি ভুলে জীবন জ্বালা।
বসন্তেরই সমাগমে
কোকিল ডাকে কুহু রবে,
হৃদয় মাঝে, উথাল-পাথাল
প্রেমের নদী, জাতে মাতাল।