যাচ্ছি তো যাচ্ছিই, ভাঙাচোরা রাস্তা, শেষ আর হচ্ছে না,
গন্তব্য একটি আধুনিক আবাসন, নাম নীরব মূর্ছনা!
কৈশোরের খুনশুটির প্রত্যাবর্তনের বিশাল বিজ্ঞাপন।
কোনও বহুতল নেই, সারি সারি নয়নাভিরাম কটেজ,
কিছুটা গ্রাম্য, কিছুটা নবীন স্থাপত্যের মিশ্রিত কোলাজ!
পুরোনো দিনের ল্যাম্পপোষ্ট, রাস্তা পিচ ঢালা মসৃণ।
পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা, কি নেবেন, সফ্ট না হট?
এক ভদ্রলোক, স্যুট, টাই পরিহিত সহাস্য বদন,
অত্যন্ত অমায়িক ভঙ্গিমায়, করজোড়ে বললেন: আসুন।
হাতে দিলেন, আবাসনের একটি পরিচয় পুস্তিকা,
সঙ্গে, দাম, কেনার ফর্ম, এবং নির্মাণের খুঁটিনাটি,
একটি অযাচিত সুযোগ, কটেজ কিনলে গাড়ি ফ্রি।
আবাসনটির কেন্দ্রবিন্দুতে, একটি মনোরম জলাশয়,
চারপাশে উঁচু নিচু ঢিবিতে জৈব কৃষির সমারোহ,
নৈসর্গিক দৃশ্যের অবতারণা, কিছু খরগোশের বাসায়।
জলাশয়ের মাঝে, একটি কৃত্রিম দ্বীপে যাওয়া যায়
সুন্দর সেতু দিয়ে, অথবা সুসজ্জিত নৌকা বিহারে,
সেখানে কয়েকটি কেদারা, রঙিন ছাতাগুলোর নিচে।
শহর ছোট থেকে বড় হয়, পুঁজিপতিদের হাত ধরে,
স্বপ্নবিলাসী কিছু মানুষের, উচ্চাশার অলীক প্লাবনে,
কিছুটা বিজ্ঞাপনের মলাটের উৎকর্ষতার সৌজন্যে,
বেশিরভাগই জেগে ওঠে, সপ্তাহান্তের ছুটির আমেজে।
হাইব্রিড সমাজের প্রমোদ আবাসন, শহরের উপকণ্ঠে,
কিন্তু শহর নয় সুযোগ সুবিধায়, গ্রাম্য নয় মানসিকতায়।
কোথাও আটকাল না একটুও!
কি আন্তরিক আর দক্ষ লেখা!!!
অসাধারণ!
আপনাগো ভালোবাসা বর্ষার মেঘের ন্যায় প্রিয় কবি। আসে , নাই। এহনে নাই এর পালা চলিত্যাসে। আর্শ্চয্য হই প্রিয় কবি। আপনার চরণ আর পড়তে চায় না আমার কবিতায়। এই হলো আদর্শ বাঙালি কালচার। কবি তো আমি নই।
"কিন্তু শহর নয় সুযোগ সুবিধায়, গ্রাম্য নয় মানসিকতায়" ...
হাইব্রীড।
শেষ লাইনটা আক্ষরিক অর্থেই শো স্টপার। অসাধারণ সৃষ্টি। শুভকামনা নিরন্তর, সম্মানিত কবি।
ভারী চমৎকার জীবনবোধের কাব্য।অতুলনীয় ভাব বিন্যাস আপনার কবিতায়। ভালো থাকুন কবি। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
হাইব্রিড সমাজের অধিবাসী আমরা, চামড়াও তথৈবচ। ভালো থাকুন। শুভকামনা।
অসাধারণ!
প্রিয় কবিবর!
দারুণ বলেছেন হাইব্রিড সমাজ! চারটি স্তবকে অত্যন্ত সুন্দর করে একটি প্রমোদ আবাসনের ব্যবসার চৌকষতা বিবৃত করে দিলেন। তবে সবচে ভালো লাগলো, কোনো তীব্র ক্ষেদ উক্তির বাক্য নেই। নির্মোহ লিখে দিয়েছেন। পাঠক দুলছে কোন দিকে রায় দেবে! কবিতার সাবলীল কিন্তু অনবদ্য বাক্যের সারি। "কৈশোরের খুনশুটির প্রত্যাবর্তনের বিশাল বিজ্ঞাপন।" - নস্টালজিক করে তোলো জোর প্রয়াস, অপূর্ব লাগলো পঙক্তিটি! আপনি স্বচক্ষে ভ্রমনের অভিজ্ঞতা বলেই মনে হলো কবিতাটি, না হলে এত বিস্তারিত সুন্দর হতে পারেনা। আবার পারেও কবি দক্ষতা বলে কথা! খুব সুন্দর একটি কবিতা! বাস্তব জীবনে স্বপ্নবিলাসী বস্তুবাদী হবার হাতছানি বাণিজ্য উপজীব্য দারুন এক কবিতা! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
জীবনবোধের অসামান্য লেখনিতে মুগ্ধ প্রিয় কবিবন্ধু। শুভসন্ধ্যা। ভাল থাকবেন সপরিবারে এই কামনা জানবেন।
সময়ের বাস্তব কোলাজ পুঁজির একাধিপত্যে।
কিছুই ফ্রীতে পাওয়া যায় না, সবই আদায় হয় ঘুর পথে।
ভালো লাগল কবি, শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
সুপ্রভাত।
ওসব কি আমাদের সয়?
অমন ভাবনা আমাদের ভাবলে নেই?
অনেক জ্বালা যন্ত্রণায় বেঁচে আছি
সুখেই প্রায়। কালো টাকায় এমনটা হয়।
ভালো থাকুন
রক্তিম শুভেচ্ছা ।
কোনটা নেব,ভালো নামন্দ ভাবে? ববর্ণনা যা দিয়েছেন তা হেভেনলি বটেই। যেতে বড় ইচ্ছা জাগে দাদা।
খুব খুব সুন্দর লিখেছেন!
ভালো থাকুন সব সময় আর এমন লিখে চলুন। প্রণাম জানবেন ছোট বোনের।
কবিতাটি চমৎকার কথামালায় ফুটিয়ে তুলেছেন কবি ।। আপনার দীর্ঘায়ু কামনা করছি ।। শুভ বিকেল প্রিয় কবি
গ্রাম নয় শহরের কাছাকাছি
শহর নয় গ্রামের মৌমাছি
খড়কুটো বুনোচাল, নয়নাভিরাম দালানকোঠা
সুক হেরিটেজ এই নিয়েই আছি, জীবনপর কাছাকাছি।
অনন্য অনুভূতির অনুপম নিবেদন।ভীষণ ভালো লাগলো।অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানাই প্রিয় কবি।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।
অসাধারণ প্রকাশ।।। অনন্য অনুভবের আলোড়ন কবিতায়।। ভিষণ ভালো লাগল।। অন্তত শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি।। ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
"কটেজ কিনলে গাড়ি ফ্রি"
অর্থ লালসায় বিজ্ঞাপনের বাহার ! এত ধূর্ত পুঁজিপতি, তাঁরা বিনা লাভে মাকেও ছাড়ে না ! একবার মাল ঘোঁচাতে পারলে পরে জ্বালা । তাদের জ্বালা হয় না- যাঁদের দুনাম্বারী কারোবার আছে । উপরে সব জিনিসের পলিশ খুব টেকসই মোটে না । মন ভুলাতে ওস্তাদ !
"নীরব মূর্ছনা",
কাব্যে খুব সুন্দর বলেছেন , অসীম শুভেচ্ছা জানাই , প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
হাইব্রিড সমাজ ও চারপাশের দারুণ কোলাজ এঁকেছেন কবি। অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
গভীর অনুভূতি দিয়ে লেখা ভাবনার শিকড় থেকে উঠে আসা অসাধারণ কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুন সুন্দর লিখিসেন প্রিয় কবি। শুভকামনা রইল।
নীরব মূর্ছনায় অসামান্য বিবিধ কবিতা
উপস্থাপনা করে গেলেন সম্মানিত কবি।
সর্বদা ভালো থাকুন শুভেচ্ছা রইল।