লিখছি ছড়া অর্থহীন,
অবয়বটা মুণ্ডুহীন,
নদীর জলে যাচ্ছে ভেসে-
দেখতে পেয়ে পুলিশ ছোটে।
রাজ‍্য জুড়ে হল্লা ওঠে,
ভিন রাজ‍্যের ঠিকানা জোটে।


ভুয়ো খাতায় হিসাব নিকাশ,
ছাঁটাই হচ্ছে দেশের বিকাশ,
আমের আঁটির ভেঁপুর বাঁশী,
লোনের টাকায় বিদেশ বাসী।
ছাঁটাই সুদে দাঁতকপাটি,
গরীব মানুষ চুষছে আঁটি।


গাড়ির মাথায় রঙিন বাতি,
ভেতরে বসে নকল খাসি,
মাক্সে ঢাকা মুচকি হাসি,
ভুয়ো ছাপ্পার দৌড় বেশী।
মদের নেশায় মাতাল হলে,
ফুলিশ গুলো সেলাম ঠোকে।


আইন কানুন বড়ই দড়,
বজ্র আঁটুনি ফসকা গেঁরো,
জালি লোকের উকিল বড়,
বিচারপতি জড়সড়।
মিডিয়াতেই পাচ্ছে প্রচার,
গোয়াল ঘরের ন‍্যায় বিচার।