অনেকদিন পর সুখের অনুভূতিটা
বেজে উঠল স্বরলিপির অনুরণনে,
তৃপ্তি পেল এতদিন কষ্টে থাকা মন টা।
কিন্তু সেই যে দুশ্চিন্তা করার স্বভাব টা!
ছিদ্র খুঁজতে খুঁজতে আবার অবসন্নতা,
সন্দেহ বাতিক মনের চিরন্তন বিলাসিতা।


যদি হতো, অথবা যদি হয়,
কাজকর্ম জলাঞ্জলি দিয়ে চায়ের পেয়ালায় তুফান,
সবটাই মানসিক বিকারগ্রস্ত সচেতনতা।
এর মধ‍্যেই কোথায় যেন হারিয়ে যায়,
অধরা থেকে যায়, হৃদয়ের সুপ্ত বাসনা,
স্বাভাবিক উচ্ছ্বাসের নির্মল উজ্জ্বলতা।


অশক্ত ভঙ্গুর মন, দুশ্চিন্তার জালে সর্বক্ষণ,
অযৌক্তিক সম্ভাবনার অগ্রিম মানসিক দর্শন,
তাও ভুল করেই পেয়ে যায় এক টুকরো মরুদ‍্যান,
বিভ্রান্তিতেই কেটে যায় কয়েকটা আনন্দের দিন।
সুখের আস্বাদ বড়ই মধুময়,
কেউ রেখে দেয়, কেউ হেলায় হারায়।