অনেকদিন পর সুখের অনুভূতিটা
বেজে উঠল স্বরলিপির অনুরণনে,
তৃপ্তি পেল এতদিন কষ্টে থাকা মন টা।
কিন্তু সেই যে দুশ্চিন্তা করার স্বভাব টা!
ছিদ্র খুঁজতে খুঁজতে আবার অবসন্নতা,
সন্দেহ বাতিক মনের চিরন্তন বিলাসিতা।
যদি হতো, অথবা যদি হয়,
কাজকর্ম জলাঞ্জলি দিয়ে চায়ের পেয়ালায় তুফান,
সবটাই মানসিক বিকারগ্রস্ত সচেতনতা।
এর মধ্যেই কোথায় যেন হারিয়ে যায়,
অধরা থেকে যায়, হৃদয়ের সুপ্ত বাসনা,
স্বাভাবিক উচ্ছ্বাসের নির্মল উজ্জ্বলতা।
অশক্ত ভঙ্গুর মন, দুশ্চিন্তার জালে সর্বক্ষণ,
অযৌক্তিক সম্ভাবনার অগ্রিম মানসিক দর্শন,
তাও ভুল করেই পেয়ে যায় এক টুকরো মরুদ্যান,
বিভ্রান্তিতেই কেটে যায় কয়েকটা আনন্দের দিন।
সুখের আস্বাদ বড়ই মধুময়,
কেউ রেখে দেয়, কেউ হেলায় হারায়।
শিরোনামে অবোধ্য কিন্তু কাব্যজুড়ে বোধের এক্কা-দোক্কা...
এক দুই তিন চার নয় একদম ছক্কা***
একদম ঠিক বলেছেন প্রিয় কবি, অনবদ্য সৃজন, খুবই ভালো লাগল, শুভেচ্ছা চিরন্তন।
কবিতা অন্তরবিমারের আরোগ্য বাণী।
কবিতার সাথেই থাকুন। সন্দেহবাতিকসহ মনোজাগতিক সমস্যাবলী দূর হবে।
হিমাহত রাতের শেষে ভোরের আলোর মতো সুখ অনুভূত হবে হৃদয়ে।
অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি।
দারুণ লেখা।
সুখ বড়ই দুষ্প্রাপ্য মহার্গ - কেউ কি হারাতে চাইবে ?
সুন্দর উপ্সথাপনা,শুভেচ্ছা রইল কবি।
মন ভরে গেল
হৃদ্য অনুভূতির বেশ অপূর্ব একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
রূপকে জীবনমুখী চমৎকার এক কবিতা!
পাঠে মুগ্ধ প্রিয় কবি। ভালো থাকুন প্রিয় কবি।
"কেউ রেখে দেয় কেউ হেলায় হারায়"
অপূর্ব উপস্থাপনা কবি। মুগ্ধতার রেশ রয়ে গেল। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অন্তহীন।।
ভালো ভাবনা ভালো কবিতা!
সদা সুস্থ থাকুন ভালো থাকুন দাদা।
শ্রদ্ধা রাখলাম সাথে।
দারুন সুখানুভূতির অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! জীবনটা এমনই! সুখের চেয়ে দুঃখের পাল্লা ভারী! তবুও এক টুকরো সুখ হাজার মনী দুঃখ কে ভাসিয়ে নিয়ে যায়! দারুন ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
খুব সুন্দর শৈলী ও কাব্যিকতা ।শুভেচ্ছা কবিকে ।
অমৃতসমান শেষের দু'লাইন।হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
বাহ, খুব সুন্দর রচনা I দারুণ l মন আর ভাবনা l অনেক শুভকামনা রইল কবি I ভালো থাকবেন I
জীবনমুখী সুন্দর কাব্য কথামালা।
যদি, অথবা, হয় কি না.. এই সব হীনমন্যতায় কেটে যায় অবলীলায় জীবন। তবে বলি কি কবি,মনকে নিয়ন্ত্রণ রাখাই উত্তম। অযথা মনের উপর চাপ প্রয়োগ না করে সরল সোজা পথেই চলা ভালো।
ভালো লাগলো আপনার ভাবনার বহিঃপ্রকাশে অনন্য কবিতা।
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
অনন্য অনুভূতির বহিঃপ্রকাশ প্রিয় কবি। চমৎকার উপস্থাপন।
অপূর্ব সুন্দর কাব্যিক প্রণয়ন। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
মন এক জটিল বিষয় তাকে বশ করা কষ্টসাধ্য ব্যাপার । সুখ ক্ষণস্থায়ী , যখন যা জোটে তাহাই শ্রেয় ।
সুন্দর অনুভবি কাব্যগাথা ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।