খেটে খাওয়া, পেট পিঠ মিশে যাওয়া মানুষগুলো,
বারো ঘর এক উঠোনের জীবনে, লড়াই করেই বাঁচে,
দিন কাটে, টাকার বিনিময়ে ফাইফরমাশ খেটে,
চোদ্দ পুরুষ উদ্ধার চিৎকারে, পান থেকে চুণ খসলে।
সন্ধ‍্যায় চোলাই এর ঠেকে, আকাশ ভাঙে মাঝেমাঝে,
টলমল আরশোলাদের ধরে, টিকটিকিরা ডানা ছাঁটে।


ভোরে উনুনের ধোঁয়ার, মুষ্টিবদ্ধ প্রতিবাদে চোখ জ্বলে,
এখানকার ভোটই, নেতাদের ভরসা যোগায় নির্বাচনে,
বিজয় মিছিলে আবীর ওড়ে, রক্তে গলিও ভিজে যায়,
ভিজে স‍্যাঁতস‍্যাঁতে রাস্তায়, তৈরি হয় আগামী পাণ্ডুলিপি।
উঁচু আকাশের বাজপাখিদের তীক্ষ্ণ নজর এই বস্তিতে,
বুলডোজার প্রস্তুত, ভোটের ফল প্রকাশের অপেক্ষাতে।