খেটে খাওয়া, পেট পিঠ মিশে যাওয়া মানুষগুলো,
বারো ঘর এক উঠোনের জীবনে, লড়াই করেই বাঁচে,
দিন কাটে, টাকার বিনিময়ে ফাইফরমাশ খেটে,
চোদ্দ পুরুষ উদ্ধার চিৎকারে, পান থেকে চুণ খসলে।
সন্ধ্যায় চোলাই এর ঠেকে, আকাশ ভাঙে মাঝেমাঝে,
টলমল আরশোলাদের ধরে, টিকটিকিরা ডানা ছাঁটে।
ভোরে উনুনের ধোঁয়ার, মুষ্টিবদ্ধ প্রতিবাদে চোখ জ্বলে,
এখানকার ভোটই, নেতাদের ভরসা যোগায় নির্বাচনে,
বিজয় মিছিলে আবীর ওড়ে, রক্তে গলিও ভিজে যায়,
ভিজে স্যাঁতস্যাঁতে রাস্তায়, তৈরি হয় আগামী পাণ্ডুলিপি।
উঁচু আকাশের বাজপাখিদের তীক্ষ্ণ নজর এই বস্তিতে,
বুলডোজার প্রস্তুত, ভোটের ফল প্রকাশের অপেক্ষাতে।
নির্মেদ,ঋজু এবং অত্যন্ত বলিষ্ঠ লেখা।
চূড়ান্ত সংবেদনশীল আর আন্তরিক!
কবিকে প্রণাম।
এসেই গেল সেই প্রোমোটার .....
এ ধরনের কবিতা লিখলে, দেখি, আমরা বেশীর ভাগই কবিতা ভুলে রচনা লিখি কবিতার কাঠামোতে! কবিতা যখন পড়ছি, কাব্যিকতা তো খুঁজবই, না হলে পত্রিকায় বিবরণ পড়লেই হয়। মুগ্ধ হলাম আপনার কবিত্বে! যা বলার, বলতে হলো সরাসরি, তার সাথে সুন্দর অভিঘাতি কাব্যিকতা সযত্নে জুড়ে দিয়েছেন! "সন্ধ্যায় চোলাই এর ঠেকে, আকাশ ভাঙে মাঝেমাঝে,"ভোরে উনুনের ধোঁয়ার, মুষ্টিবদ্ধ প্রতিবাদে চোখ জ্বলে" "ভিজে স্যাঁতস্যাঁতে রাস্তায়, তৈরি হয় আগামী পাণ্ডুলিপি।" - বারো ঘর এক উঠোনের জীবনে, লড়াই করেই বাঁচার এই জীবন আমরা সৌভাগ্যে দূর থেকেই দেখি! আসলে কী বৈষম্যের নরক যাতনা মনোবেদনা এটি, আমরা কখনো বুঝবো না! বুঝতাম যদি অকস্মাৎ ঘাড় ধরে সব কেড়ে নিয়ে আমাদের নামাতো এ জীবনে! খুব গ্লানি বোধ করি। যেদিন মারা যাবো সেদিন খুব সুখী হবো, আর দেখতে হবে না এই বৈষম্যের পৃথিবী। প্রান্তিক জীবনদের প্রতি মমতাবোধে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন! কবিকে ধন্যবাদ! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
'আমি মুর্খ জনতা
শোষিত হই বারবার
তবুও হাত ধরি ধর্ষকামী নেতার।
যদিও জানি সে ভুলে যাবে
নির্বাচন প্রারম্ভ সারা অঙ্গীকার।
এই নকল নির্বাচন প্রথায়
তুমি-আমি ও জনতা কেউ নয়
দায়ী শুধু ধর্ষিত সময়।
আমরা অর্ধমৃত বেঁচে আছি
জাগানোর অপেক্ষায়----'
কাব্যজুড়ে গণতন্ত্রের নিপুণ চিত্রায়ন...
সাধু সাধু***
"বারো ঘর এক উঠোনের.. " বা "...বাজপাখিদের তীক্ষ্ণ নজর এই বস্তিতে " - ভালো লাগলো ; অনেক অভিনন্দন, প্রিয় কবি।
সুপ্রভাত কবি।
মধুরেণ সমাপয়েৎ হলে তিক্ত লাগবে কারোর কারোর।
ভাল লাগল।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।
দারুণ সুন্দর কবিতা দাদা!
কাব্যে বাস্তবায়ন।
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
প্রণাম জানবেন ছোট বোনের।
টলমল আরশোলাদের ধরে টিকটিকিরা ডানা ছাঁটে,
ওদের সব স্বাধীনতাও নিমেষেই শ্মশানঘাটে ছোটে।
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
আচ্ছা ভোট নিয়ে এত মাথা ঘামান কেন? পৃথিবীতে যত উজ্জ্বল, অনুজ্জ্বল, লজ্জাকর, স্মরণীয় ইতিহাস আছে যা আমরা বা আমাদের চৌদ্দ গোষ্ঠী পড়েছে, পড়ছে, পড়তে থাকবো, তার কয়টা সুষ্ঠু ভোটে পাওয়া নির্বাচিত জণপ্রতিনিধির? আরেকটা বিষয় হলো বিশ্বাস বা ধর্মের। এখানে ভোট কই? ভোট, ভাত, অধিকার কক্ষনো কেউ দেয়না। আদায় করে নিতে হয় সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায়। দোয়া করি যেন মাথা ঠান্ডা করার সুগন্ধী তেল বা ঘুমের ওষুধ ছাড়াই আপনার নিরুপদ্রব, শান্তিপূর্ণ ঘুম হয়, সম্মানিত কবি।
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনমুখী ভাবনার প্রতিবাদী কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
বুলডোজারেই সাম্যতা প্রিয় কবি। খাস জমি দখল করা বে-আইনি। শুভকামনা রইল।
চমৎকার প্রতিবাদী জীবনবোধ চিত্রায়ণ মন ছুঁয়ে গেলো শ্রদ্ধেয় প্রিয় কবি। অপূর্ব! অফুরন্ত শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
দেশ শাসনের নেতার মান আজ কত যে নীচু স্তরের ! তা ভোটের সময়ে নেতা চরিত্রে দেখা যায় ! একদম বাস্তব ঘটনা কাব্যে প্রকাশ । এধারা যেন দিন দিন বাড়ছে ।
কৃতজ্ঞ , সুন্দর কাব্য , শুভকামনা অশেষ প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
মানুষ যখন এতই বোঝে তবুও চলে অবহেলা
ভোট মেসিনে আঙুলটাতে সত্যি ছিল ভূতের ঠ্যালা ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
এইতো চাই প্রিয় কবি! সাধারণ খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে অবমানবিক কর্মকাণ্ডের অসাধারণ প্রতিবাদী কবিতা! দুর্দান্ত কাব্যিকতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কবিতাটি চমৎকার কথামালায় ফুটিয়ে তুলেছেন কবি ।। আপনার দীর্ঘায়ু কামনা করছি ।। শুভ রাত্রি প্রিয় কবি
জীবনবোধের অনন্য মানবতাবাদী প্রতিবাদী কবিতা। খুব ভালো লাগলো। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।