কালকে যেখানে ছিলাম,
আজও সেখানেই দাঁড়িয়ে আছি,
মাঝখানে চলে গেছে চব্বিশটা ঘণ্টা,
আর আমি একদিন বেশি বুড়ো হয়েছি।


কিছু শুনবো না, কিছু দেখবো না, কিছু বলবো না,
কে যেন বলেছিল, এটাই চেষ্টা করে দ‍্যাখো না,
সেই থেকেই আমি অন্ধ, বধির এবং বোবা,
দেখেও দেখি না, শুনেও শুনি না, উত্তরও দিই না।


চেনাজানা আত্মীয় স্বজন প্রায় সবাই ছেড়ে গেছে,
যার কোনও প্রতিক্রিয়া নেই, কে থাকবে তার পাশে?
চোখের সামনে, আগে যা যা ঘটত না, সে সবই ঘটছে..
সবাই এখন আমার অস্তিত্বকে, তাচ্ছিল্যের চোখে দেখে।


মাঝে মাঝে তাও, কেউ কেউ আসে আমাকে দেখতে,
যেমন চিড়িয়াখানায় যায়, ভাবলেশহীন পশু দেখতে,
ন‍্যুনতম প্রয়োজনগুলো, না বলতেই সমাধান হয়ে যাচ্ছে,
ইচ্ছেগুলো কিছুতেই পারছি না ফেরাতে, দিন ফুরচ্ছে।