প্রাণ ওষ্ঠাগত, মাইকের আওয়াজে,
কিছু মানুষ যারা কোনদিন ছিল না ধর্তব‍্যের মধ‍্যে
হটাৎ ভুঁইফোঁড় আবাসনের দালাল,
কাঁচা টাকার সংস্পর্শে এসে ফুলে ফেঁপে ঢোল।
সবাই ধামার কারবারে লিপ্ত
কেউ ধামা ধরছে, কেউ ধামাচাপা দিচ্ছে।


একটা হুজুগ চাই শুধু আনন্দে মাতোয়ারা হবার,
আর কোনও সুস্থ চিন্তার নেই দরকার,
ভয় কি? আছে তো রাজনৈতিক গড ফাদার।
লোকালয়ে বক্র হতে অতি বক্র শিরদাঁড়া ঘরে ঘরে,
অন্তরে কম্পিত প্রাণ ধুক ধুক, মাইকের তালে তালে,
হয় কি অনুভূত অনন্ত প্লাবন, শুষ্ক শীর্ণ নদী খাতে?


কৃষ্টি যখন অপহৃত, অপসংস্কৃতির অবগুণ্ঠনে,
মধ‍্যরাতের বিভীষিকা প্রকটিত সুতীব্র হুহুঙ্কারে,
মৃত‍্যু ভীত আর্তনাদ, কড়া নাড়ে নিষ্ক্রিয় দুয়ারে।
প্রভাতের পুরোভাগে রক্তিম আকাশে,
প্রার্থনা সংগীত ভাসে শোণিত বিধৌত অস্বচ্ছ রাজপথে,
জীবন নদীর রক্তরাঙা অবয়ব প্রবহমাণ, সময়ের সাথে।