লোহার লাইন পাতা আছে,
দূর থেকে দূরান্তরে, সমান্তরালে-
রাতের অন্ধকারে,
কূয়াশাকে ফুৎকারে চিরে, ছুটছে,
ঘষাঘষি চাকা আর লাইনে,
স্ফুলিঙ্গ ছিটকোচ্ছে-
স্থির দৃষ্টিতে, অভিজ্ঞ চালকের হাতে,
জীবনটা বাজি রেখে ছুটে,
কখন পৌঁছবে গন্তব্যে?
চলছে, পৃথিবীটা চলছে।


দূরের পাহাড় কাছে আসছে,
ক্ষণে ক্ষণে হুইশিল বাজছে,
উল্কার গতিবেগ নিয়ে,
ধূলোঝড় উড়িয়ে দিয়ে-
কত মন একসাথে, ছুটছে,
জীবনের গতিবেগ বাড়ছে।
অচেনা, চেনা, একসাথে,
ঠেলাঠেলি মানুষে মানুষে,
গল্পে, গানেতে, দিন কাটছে,
চলছে, পৃথিবীটা চলছে।


প্রয়োজনে, অপ্রয়োজনে,
বহু প্রাণ এক সাথে দুলছে,
সিট নিয়ে তরজা তো চলছে,
কেউ বসে জানালার পাশে
উৎসুক চোখ মেলে চেয়ে,
গোগ্রাসে প্রকৃতিকে গিলছে,দেখছে।
রঙিন স্বপ্ন নিয়ে চোখে,সুদূরের আহ্বানে,
দুটি মন পাশাপাশি বসে,
চলেছে মধুচন্দ্রিমাতে,একাত্ম হতে,
চলছে, পৃথিবীটা চলছে।


জীবিকার অনুসন্ধানে,
প্রিয়জনের অতি সংকটে,
অথবা আনন্দ অনুষ্ঠানে,
কাজ ফেলে, ছুটে যেতে হচ্ছে,
মনটা ছুটছে আরও জোরে, আরও জোরে।
অনিদ্রায় সারা রাত শুয়ে,
পুরোনো স্মৃতির রোমন্থনে,
বিধুর ব্যাথায় দোলা লাগে-
সময় টা ফেরে না যে পিছে,
চলছে, পৃথিবীটা চলছে।


ভেঙ্গে যাওয়া পরিচয় ছেড়ে-
হয়ত যাচ্ছে বহুদূরে,
মুক্তির আস্বাদ পেতে,
অচেনার মাঝে সঁপে দিতে।
হোক না যা হোক কিছু হবে,
জিৎ হবে, কিংবা হার হবে,
লোহার লাইনে মাথা দিয়ে,
শেষ দেখা দেখেছিল চেয়ে-
সাক্ষাৎ যমদূত আসছে,
চলছে, পৃথিবীটা চলছে।


জীবন তো এভাবেই চলবে,
ঝরণা ঝরার মতো ঝরবে,
শক্ত পাথর কেটে সরিয়ে-
রাস্তা বেরিয়ে ঠিক যাবে।
কিছু কিছু চিরস্থায়ী হয়,
রাত শেষে সুর্য্যও উঠবে,
অন্ধকারেও জ্বলে তারা,
কাল স্রোতে অতিত হয় ম্লান,
হার জিৎ নিয়েই জীবন,
চলছে, পৃথিবীটা  চলছে।