বহমান স্রোতস্বিনী
এঁকেবেঁকে চলে,
পাথরে আঘাত লেগে
ফেনিল উচ্ছ্বাসে।
আরও জোরে ছোটা,
আকাশের ঘনঘটা,
বৃষ্টির রূপরেখা-
অবয়বে ফোটে।


দুই কুলে নিশ্ছিদ্র বনানী,
বৃক্ষরাজি সারি সারি,
আলোছায়া লুকোচুরি,
চন্দ্রিমা রজনী।
নিজের ইচ্ছাতে,
সদম্ভ উল্লাসে,
দুকুল ছাপিয়ে-
ভাঙ্গাগড়া খেলে।


শীতশুস্ক শীর্ণকায়া,
পড়ে থাকা অবহেলা,
উন্মুক্ত অনাবৃতা, বালুকাবেলা।
ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে,
জলচর ছটফট করে,
শিকারীর লোলুপতা,
জীবনের প্রতিবন্ধকতা,
মৃত‍্যু অপেক্ষায়, শুধু বসে থাকা।


সময় ভেসে চলে-
কাল স্রোতে,
জীবনের পরতে পরতে,
নিবিড় যন্ত্রণাতে।
বন্ধুত্বের কোলাকুলি,
নৈশব্দের উঁকিঝুঁকি,
ভেসে যায় স্রোতে,
খড়কুটো হয়ে।