আরে তোমরা বোঝ না কেন?
আমাদের যেমন সবকিছু নেই,
তেমনই, যা আছে সেটাও তো কম নেই!
আর তাতেই তো আছে বেঁচে থাকার রসদ।
আমরাও পারি, অদম্য ইচ্ছাশক্তির জোরে চলতে,
চাই শুধু নিজের প্রাপ্য ক্ষমতার ওপর অগাধ বিশ্বাস,
আর নিজেকে বোঝাতে হবে,
যা সম্ভব, তারই মাঝে আছে, উত্তরণের আশ্বাস।
সারা পৃথিবী দাঁড়িয়ে আমাদের পাশে,
এগিয়ে যাওয়ার ক্লান্তিহীন সঙ্কল্পে,
সঠিক পথের সন্ধান বের করে নিয়ে
আমরা ক্রমশই সাফল্যের শিখরে।
পৃথিবী ভোলেনি, দৃষ্টিহীন লুই ব্রেলের অবদান,
তাঁরই আবিষ্কৃত ব্রেইল পদ্ধতিতে
উন্মুক্ত, দৃষ্টিহীনদের পড়াশোনার আকাঙ্ক্ষার নিদান,
অজানাকে জানার, ভালোবাসার, এক নিগূঢ় উদ্যান।
বিশ্ববরেণ্য কবি রুদাকী, মিল্টন অথবা হোমার,
আরও আছেন মহাবিজ্ঞানী স্টিফেন হকিং,
প্রতিবন্ধকতা জয় করে, ছুঁয়েছিলেন সর্বোচ্চ শিখর,
তাদের অনুপ্রেরণাই আমাদের রসদ, চলার পথের।
এই পৃথিবীতে আছে আমাদের অনেক ভাই বোন ও বন্ধুরা,
দু হাত বাড়িয়ে সবাই দিচ্ছে, তাদের সঠিক পথের দিশা,
একটু ধৈর্য, একটু সাহচর্য, আর চাই প্রকৃত সহমর্মিতা,
জীবনটা রঙিন হবে সবারই, কাটবেই সব অমানিশা।
"সহমর্মিতার সংবেদন"
সুন্দর এবং যথার্থ লিখেছেন। খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন। আমাদের ধৈর্য্য এদের জন্য অবশ্যই দরকার! নির্বাচিত হবার শুভকামনা রেখে গেলাম। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
প্রতিবন্ধীর যথার্থ প্রতিবেদন...
দীপ্তেন্দু কবির আলোকিত মননের প্রতিফলন...
মনিমালা*****
যেটা আছে সেটাও তো কম কি!
অসাধারণ ভাবনার চমৎকার প্রকাশ জীবনবোধের তরে। খুব ভাল লাগা রইল প্রিয় কবিবন্ধু। শুভসকাল। সপরিবারে ভাল থাকবেন সতত। আর্শীবাদ জানবেন অবিরত।।
একেবারে সঠিক উদাহরণ দিয়েছেন আপনি। সত্যিই তো এমন সব প্রখ্যাত ব্যক্তিত্বের সংস্পর্শে পৃথিবীও ধনবান হয়েছে। আমরা, যারা শরীরের সমস্ত অঙ্গ নিয়ে চলছি ফিরছি, তারাও ওনাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি। আমরা যা পারিনা ওনারা তার চেয়ে ঢের বেশি করে দেখিয়েছেন এবং দেখিয়ে চলেছেন।
সুন্দর কাব্যে খুব ভালো লাগলো।
ভালো থাকবেন প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে।
সব কিছুই এক জন্মে পাওয়া যায় মা দাদা। তবে যা আছে যথেষ্ট।
খুব ভালো প্রসঙ্গ আর কবিতা!!
ভালো থাকুন আর এমন লিখুন দাদা।
প্রণাম জানবেন ছোট বোনের।
সামান্য সুস্থ, তাই লিখছি।
অসাধারণ অনুভূতির খুব সুন্দর মানবতাবাদী কবিতা। খুব সুন্দর লাগলো প্রীয় কবি। অনেক অনেক শুভকামনা....
আহা জীবনবোধের অসাধারণ অনুভব আর চমৎকার অনুভূতির ছোঁয়ায় অনন্য সুন্দর এক কাব্যিক প্রকাশ।। ভীষণ ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
উৎসাহ বর্ধক কবিতা। ভীষণ ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন সম্মানীয় কবি।
খুবই অর্থবহ সুন্দর সহমর্মিতার কাব্য , এমন বিচার মনেতে ধরলে ধরণী হবে সবার জন্য মুক্তির অবারিত দ্বার । যাঁরা প্রাচুর্যে ভরা তাঁরা একটু দয়াবান হলে প্রতিবন্ধীর প্রতি ওদের "জীবনটা আরো রঙিন হবে সবারই, কাটবেই সব অমানিশা।"
অশেষ শুভকামনা জানাই প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
সুপ্রিয় কবি,
গভীর জীবনবোধের অসাধারণ প্রকাশ।
চমৎকার অনুপ্রেরণামূলক কবিতা।
খুব ভালো লাগলো শ্রদ্ধেয় কবি।
একরাশ শুভকামনা আপনার জন্য।
ভালো থাকবেন।
অনেক আশা, অনেক বিশ্বাস এবং অনুকরণীয় গুণী মানুষদের কথা ব্যক্ত করেছেন অতি সুন্দর ও সাবলীলভাবে আপনার এই কবিতায়।সমাজের সকল স্তরে প্রতিবন্ধী মানুষের জন্য মানবতাবোধ ও ভালোবাসা জাগ্রত হোক।
বরেণ্য কবি, আপনার জন্য অনেক শুভকামনা।
মানবিক ভাবনার এবং সহমর্মিতার অসাধারণ কাব্যিক উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুণ আবেগঘন বাস্তব জীবনবোধ ও মানবতাবাদী ভাবনার বিবিধ কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
পৃথিবীর সব হতাশাবাদীর জন্য আপনার এই কবিতা আশাবাদী হওয়ার, স্বপ্ন দেখার, ঘুরে দাঁড়াতে অনুপ্রানিত হওয়ার সেরা টনিক। অভিনন্দন, সম্মানিত কবি।
জীবনবোধের অসাধারণ উপস্থাপনা ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকবেন সব সময় ।। শুভ কামনা অবিরাম
চমৎকার বাস্তবতাবোধ অনন্য জীবনবোধ চিত্রায়ণ মনোমুগ্ধকর ও মননশীল ; মন ছুঁয়ে গেলো শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। শুভরাত্রি।
অনবদ্য লেখা প্রিয় কবি। সমৃদ্ধশালী বলিষ্ঠ কলম সীমিত প্রশংসায় অতৃপ্তি রয়ে যায়। শুভেচ্ছা নিরন্তর
"যা সম্ভব, তারই মাঝে আছে, উত্তরণের আশ্বাস "
দারুণ লিখেছেন, প্রিয় কবি।
অনেক অনেক অভিনন্দন।
"কাটবেই অমানিশা"
মনে থাকা চাই __
এই বিশ্বাস ও আশা।