সমগ্র পৃথিবী ব‍্যাপি, প্রশ্নোত্তর প্রতিযোগিতা হবে,
উত্তর দিতে হবে পাঁচ মিনিটে, অনলাইনে টিক দিয়ে।
দেশগুলো নিজের দায়িত্বে, উত্তর গুলো একত্র করে,
পাঠিয়ে দেবে উদ‍্যোক্তাদের ওয়েবসাইটে।


প্রশ্ন:
একবিংশ শতাব্দিতে সমগ্র মানবজাতি
কোন একটি চাহিদাতে সহমত পোষণ করেছে?
১) কোভিড নির্মূল হওয়াতে। (    )
২) কোভিড ব‍্যতীত অন‍্য কোনও কারণে। (    )
৩) কোনও কিছুতেই সহমত পোষণ করেনি। (   )


এক সপ্তাহ পরে জানা গেল,
শুধু একটি উত্তর পত্র ছাড়া-
সবাই ঐ (১) নম্বরেই টিক দিয়েছে।
ঐ একটি উত্তরে, শুধু (২) তে টিক দেওয়া আছে,
হতভাগ‍্য সেই উত্তর দাতা আমিই।


সবাই আমাকে ডেকে, ব‍্যাঙ্গ করে বলল:
নিশ্চয়ই অপরের বুদ্ধিতে, উল্টো হাঁটার কাহিনী?
আমি বলি না না, এ আমার নিজস্ব অনুভূতি,
এ পৃথিবীতে যত হানাহানি, সংগ্রাম রক্তক্ষয়ী,
যুগ যুগ ধরে চলেছে, নানান বিবর্তনে;
যে জিতেছে, যে পরাজিত হয়েছে,
যুযুধান দুই পক্ষই-
সংগ্রাম করেছে, শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার্থে।
কোভিড নির্মূল হওয়ার সংগ্রাম,
সেও তো মানবজাতির অস্তিত্ব রক্ষার্থেই।
তাই আমার উত্তর নির্বাচনে (২) সঠিক মতেই,
এবং এই উত্তর চিরন্তন সব শতাব্দিতেই।


***(পঞ্চাশ তম নিবেদন, কবিতার আসরে)***