আমার মিথ্যে কুৎসা তোমরা গাইছ,
ঘণ্টার পর ঘণ্টা কত সময় নষ্ট,
আগ্নেয়গিরির উদ্গীরণে পুড়ে ছাই
আমার অতিত, বর্তমান, ভবিষ্যৎ।
মিডিয়ার লাভা স্রোতে লাইভ,
পথে পথে আমার কুশপুত্তলিকা দাহ।


আমিতো  ছিলাম একজন,
চালচুলোহীন অতি নিম্ন মধ্যবিত্ত যুবক
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতাম।
তোমরা বেশির ভাগই ছিলে উচ্চবিত্ত,
পোড়খাওয়া পেছনের সারিতে কাটানো
সুযোগসন্ধানী রাজনৈতিক ব্যক্তিত্ব।


আমার সরল, নির্ভিক মানসিকতা,
বিশ্বাস করেছিল তোমাদের বাকচাতুর্য-
শিকার হয়েছিলাম, তোমাদের নিপুণ কৌশলের,
আমাকে ঠেলে দিয়েছিলে সামনের সারিতে।
উল্কার বেগে উত্থান ঘটেছিল রাজনীতিতে
নেতা বানিয়ে চেয়েছিলে স্বার্থসিদ্ধি করতে।


আমি নেতা থেকে জননেতায় উন্নীত হয়েছিলাম
মহীরুহ হয়ে উপলব্ধি, রাজনৈতিক ঝড়ের দাপট।
আমার উন্নয়ন পরিকল্পনা, সংবাদের শিরোনামে
কিন্তু পরিকল্পনা রূপায়ণে দলিয় স্বার্থ হচ্ছিল ক্ষুন্ন।
রাজনীতির চোরাবালিতে আমি নিক্ষিপ্ত হলাম
উন্নয়নের ব্যর্থ রূপায়ণে, আজ জনতার কাঠগড়ায়।