আমিও করতে পারি সৃষ্টি, কবির কল্পনায়,
বিরহ বিধুর হয়ে, মিলনের বালুকাবেলায়,
শুকনো ঝরা পাতার মর্মরে, গোধূলি বেলায়,
বৃষ্টি ভেজা রোদ্দুরে, রংধনু বঙের ছটায়,
কিংবা কোনো দুঃখ নদীর স্রোতে, বসে নৌকায়।
লিখতে গিয়ে অশ্রু নামে, যখন কলমের ডগায়,
নতুন সম্ভাবনার শিঙা বাজে, আমার কবিতায়।
আমি তো উপলক্ষ শুধু, আমার লেখার প্রান্তরে,
যেখানে দুঃখ পাওয়া জীবনের অনুভুতি হাঁটে,
অন্তরের না পাওয়ার বেদনারা, থাকে বিশ্রামে,
ভিড় করে আসা, পরিযায়ী চিন্তার জয়গানে,
আমি লিখে যাই, ছিন্নমূল জীবন প্রবাহে।
দুর্যোগের রাতে, নদী আর বাণভাসি পুকুরের মিলনে,
বন্দি জীবনগুলো, হটাৎই ফিরে আসে স্রোতে।
কবিতাটি লিখেছিলাম, বাংলা কবিতার আসরে, আমার বিশেষ শ্রদ্ধাভাজন, কবি মার্শাল ইফতেকার আহমেদ কে উৎসর্গ করার বাসনা নিয়ে। তাই কবিতাটি শ্রদ্ধেয় কবিকেই উৎসর্গ করলাম।
প্রিয় কবি, কী যে মুগ্ধ হয়েছি। নাম রেখেছেন কবিতার কী সুন্দর যথার্থ "সৃষ্টি"। এমনই তার মাধুর্যময় সৃষ্টি প্রতিটি বাক্য বুকে নরম কোমল স্পর্শ রাখে অনায়াসে। আর বার বার কাটাকাটি, বার বার পড়া, কবিতাটি, শুধু আমার মতো সামান্য একজনের জন্য। কী গভীর প্রীতির স্মারক বহন করছে এই কবিতা। শুধু ভাবি অযোগ্য, এত উন্নত স্তরের নির্মাণ এই কবিতা আমার জন্য উৎসর্গ! খুব সম্মানিত করলেন, দেখালেন ভালোবাসা।
আমার জন্য কবিতায় কাব্যিকতা, এর আবেগ, এর বেদনা বা ম্লান মধুর আর্তি বা সুখ প্রধান বিবেচ্য। প্রথম স্তবক এত মধুর তার সংলাপ বাক্য! যেন দুখী সুর বহু কৃতি কবিদের মাঝে, হ্যা আমিও পারি, আমিও পারি। এর পরের দুই পঙক্তি বলছে, অশ্রু নামে কিন্তু কেনো? আমার কলমে কবিতা আসছে, বাজছে সে সম্ভাবনার শিঙা! এত সুগঠিত কবিতাটি, একটি স্তবক আরেক স্তবকে কী সুন্দর প্রগাঢ় সম্পর্কিত হয়ে বয়ে চলেছে। এর পরের স্তবকেই সেই বিষন্ন সুরটিই, যে দুখী সুরটি আপনি বেছে নিয়েছেন ভাবি আমারই জন্য মূলত, কারণ প্রকৃত কবি বন্ধুর মতো আপনি গেঁথে নিয়েছেন হৃদয়ে আমি কিরকম বেদনা বিধুর কবিতা লিখতে ও পড়তে পছন্দ করি। অতএব এই স্তবকেও সেই কাব্যিকতা, সেই ম্লান সুন্দর কোমল মধুরতা ধরে রেখে বলে গেলেন আমি উপলক্ষ হয়ে কী রচনা করে যাই। দুঃখ বেদনার মাঝে ফুটিয়েছেন প্রকৃত কবির মতো প্রত্যাশার আলো!
দুর্যোগের রাতে, নদী আর বাণভাসি পুকুরের মিলনে,
বন্দি জীবনগুলো, হটাৎই ফিরে আসে স্রোতে। - আপনার মর্মার্থ পড়লাম। কিন্তু যে রহস্য রুপক কাব্যিকতায় বাক্যদ্বয় সৃষ্টি করেছেন, অর্থ যদি নাও বুঝতাম সম্পূর্ণ, তাতেও ক্ষতি ছিল না, কারণ বাক্যদ্বয় সৃষ্টি করেছে এক অনুপম অনভূতি, এবং কবির কবিতার মূল কাজটি হলো অনুভব সৃষ্টি করা! খুব সার্থক হলেন প্রিয় কবি। আর আমাকেও সেই ফিরে আসা স্রোতের মধুরতায় মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে গেলেন! এমন একটি কবিতা উৎসর্গ রূপে পাবো, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ হে প্রিয় কবি, আমার ভালোবাসা আর শ্রদ্ধা আপনার প্রতিও প্রিয় কবি। আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা আন্তরিক চিত্তে কামনা করি।
অদ্ভুত সৃষ্টি! প্রতিটি চরণে, প্রতিটি শব্দে জীবন বোধের সাথে মানবিক ভাবনার দারুন আবেগঘন অনুভূতির অসাধারণ সৃষ্টি! আবর্ণনীয় আবেগ এবং বেদনার অনুরণন! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কবির গভীর উপলব্ধির কাব্য পাঠে ভালো লাগলো ও অনুপ্রাণিত, "আমি তো উপলক্ষ শুধু, আমার লেখার প্রান্তরে,/যেখানে দুঃখ পাওয়া জীবনের অনুভূতি হাঁটে..."।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।
"ভিড় করে আসা, পরিযায়ী চিন্তার জয়গানে,
আমি লিখে যাই ,ছিন্নমূল জীবন প্রবাহে ।"
সত্য কথার অবতারণা , কবিদের হয় ভাবুক মন । দুঃখ, কষ্ট , বেদনা কবির লেখার উপদান , তারা প্রবল ,বার বার মগজে স্মৃতিকে ধাক্কা দেয় । সুখ -খুশী, বৈভব তারা পিছনে পড়ে রয় ।
ভাবাবেগের অপূর্ব কাব্য , মুগ্ধ ।
হার্দিক শারদীয় শুভেচ্ছা , শুভকামনা , প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
যেন কলমে কবিতায় বর্ণিত ভূত ভর করলে কবিতা হয়ে যায়, যেখানে কবি "উপলক্ষ" মাত্র। চিত্তচাঞ্চল্যসৃষ্টিকারী ভাবনা। শুভকামনা সতত, সম্মানিত কবি।
পড়েছি প্রিয় কবি। হৃদয় উষ্ণ ভালোবাসা আর প্রীতি আপনার প্রতি প্রিয় কবি। আরেকবার মন্তব্য দেবো পরে। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
সুপ্রভাত কবি।
সুন্দর জীবনবোধের কবিতা। আত্মাকে ছুঁয়ে গেল
দুই কবির জন্য হার্দিক ভালবাসা।
ভালো থাকবেন রক্তিম শুভেচ্ছা ।
উভয় প্রবুদ্ধ কবির কাব্য ধারা অনন্য সুন্দর লেখনীতে উদ্ভাসিত হয় মন।
অপূর্ব অনুপম গভীর জীবনবোধের উপলব্ধি প্রকাশ কাব্যে ।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় সম্মানিত উভয় কবিকে ।
ভালো থাকুন অবিরত।
আপনার কবিতাটি অসাধারণ কথামালায় ফুটিয়ে তুলেছেন কবি ।। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
অনন্য জীবনবোধের অনবদ্য সৃষ্টি মন প্রাণ জুড়িয়ে দিলো শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। আপনার জন্য শুভকামনা সবসময়।
বাহ্ বাহ্
কেয়া বাত হ্যায়...
মনের কপাট খুলে দেয় আলোকবন্যায়...
রুক্মিনী***
বাঃ দুর্যোগের মধ্যেও ভালো কিছু থাকতে পারে তাহলে .........
বেশ লাগলো।
নিজ সৃষ্টির অপার মগ্নতার কথা ভারী সুন্দর করে বললেন কবি। হৃদয়ের প্রবল আকুতি নিয়ে কাব্যসৃষ্টি কোন কবিকে সমৃদ্ধি এনে দেবে সে বাসনায় নয় বরং মনের খোরাককে কবিতা করে সময় জেগে এই যে লেগে থাকা! প্রবল কাব্যিক দ্যোতনায় তাইই তুলে ধরলেন কবি।
অপার মুগ্ধতা নিয়ে পাঠ করলাম।সকল সময় ভালো থাকুন কবি।
অপূর্ব শব্দসম্ভারে মুগ্ধকর জীবনবোধের কবিতা। পাঠে বিমুগ্ধ!
শ্রদ্ধেয় কবি মার্শাল ইফতেখার আহমদ কে উৎসর্গ করায় আনন্দিত হলাম।
শুভকামনা সব সময় আপনার জন্য।
দারুণ শব্দ চয়ন