আমিও করতে পারি সৃষ্টি, কবির কল্পনায়,
বিরহ বিধুর হয়ে, মিলনের বালুকাবেলায়,
শুকনো ঝরা পাতার মর্মরে, গোধূলি বেলায়,
বৃষ্টি ভেজা রোদ্দুরে, রংধনু বঙের ছটায়,
কিংবা কোনো দুঃখ নদীর স্রোতে, বসে নৌকায়।


লিখতে গিয়ে অশ্রু নামে, যখন কলমের ডগায়,
নতুন সম্ভাবনার শিঙা বাজে, আমার কবিতায়।


আমি তো উপলক্ষ শুধু, আমার লেখার প্রান্তরে,
যেখানে দুঃখ পাওয়া জীবনের অনুভুতি হাঁটে,
অন্তরের না পাওয়ার বেদনারা, থাকে বিশ্রামে,
ভিড় করে আসা, পরিযায়ী চিন্তার জয়গানে,
আমি লিখে যাই, ছিন্নমূল জীবন প্রবাহে।


দুর্যোগের রাতে, নদী আর বাণভাসি পুকুরের মিলনে,
বন্দি জীবনগুলো, হটাৎই ফিরে আসে স্রোতে।



কবিতাটি লিখেছিলাম, বাংলা কবিতার আসরে,  আমার বিশেষ শ্রদ্ধাভাজন, কবি মার্শাল ইফতেকার আহমেদ কে উৎসর্গ করার বাসনা নিয়ে। তাই কবিতাটি শ্রদ্ধেয় কবিকেই উৎসর্গ করলাম।