আমার মনের ক্যানভাসে,
পুরোনো স্মৃতির কোলাজ গুলো বসে,
দেয় হাতছানি, বলে-
ফিরে চল সেই জীবনে
যেখানে কোমায় ছিলে ঘোর অবসাদে......


আমি বলি
যাবো না কখনও ফিরে, সেই অন্ধকারে,
যে জীবন অচেতনে, অবহেলা নিয়ে,
নিক্ষিপ্ত হয়েছিল, অসাফল্যের কূপে,
চরম ঔদাসীন্যতায়, মেখেছিল পরাজয় গ্লানি,
এ জীবন, বহুদিন আগেই, দেখেছে তার সমাপ্তি।


যেতে হলে যেতে পারি
দুশ্চিন্তার মেঘ হীন নির্মল আকাশে,
সাফল্যের উজ্জ্বল কিরণে,
যেখানে মৃত্যু দ্যাখে
অবসাদ, আক্ষেপের সব ভাইরাস,
সফলতা প্রাপ্তিই, একমাত্র যোগ্যতা যেখানে।


দৃপ্ত ভঙ্গিমায়, নিজস্ব অধিকার আস্বাদনে,
সদম্ভ বিজয় পতাকার, উত্তোলনের মাঝে,
উদ্দীপ্ত আলোক রশ্মি, অহরহ করে উদ্ভাসিত,
সেই সাফল্যের সিঁড়ি ভাঙ্গা সূর্যমূখী জীবন,
আমার একান্ত বরণীয়, বর্তমান বিচরণ স্থান।
আমি কেন যাব অন্য জীবনে?