একদিন দিতে চেয়েছিলাম, আমার সবকিছু,
তখন উত্তর পেয়েছিলাম:
যে নিজের সত্তাও বিলিয়ে দিতে চায়,
তাকে কিছুই দেবার নেই,
আর তার কাছ থেকে তো কিছু নেবারও নেই।
আকাশের তারাগুলো, আমাকে বিদ্রূপ করেছিল,
দিনের প্রখর সূর্যের তেজ, আমাকে জ্বালিয়ে দিয়েছিল,
প্রবল বর্ষণ, আমাকে ভাসিয়ে নিয়ে সাগরে ফেলেছিল।
কি আশ্চর্য! তারপরেও বেঁচে ছিলাম প্রবল বিতৃষ্ণায়,
সময়ের প্রলেপে সেই অস্বীকারকে ব্রাত্য করে,
নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম জীবনের স্রোতে।
আজও সেই বিতৃষ্ণা আমাকে বিব্রত করে,
মনে হয়, কেন সেদিন বোঝাতে পারি নি,
সত্তা বিলিয়ে দিতে হয় না, মিলিয়ে নিতে হয়।
একটি সত্তার সাথে অন্য একটি সত্তার
পারস্পরিক সম্মানজনক সংযুক্তিই, একটি সুসম্পর্ক।
খুব ভালো করে বুঝিয়েছেন।
আরেকবার পড়তে ইচ্ছে হয়েছিল, হয়তো আবার হবে.....
"সত্তা বিলিয়ে দিতে হয় না,মিলিয়ে নিতে হয়"
অনুভুতির অদ্ভুৎ আন্তরিক প্রকাশ!!!
দারুণ লাগল কবিতা টা!
অনবদ্য!
সহমত
আত্মার বন্ধনই সুসম্পর্ক।
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সমস্যা ও সমাধান, দুটোই যদি পাই তখন আর কি কিছু বলার থাকে? সাধারণতঃ থাকেনা, তবে এক্ষেত্রে আছে।
আপনি রূপক হয়েছেন, চলেন আমিও একটু হই :
যখন আত্মত্যাগের বা উচ্চতর কোন অনুভূতির কারণে অতি বেগুনি রশ্মির কথা জেনেও, কি হতে পারে বুঝেও অকাতরে যার জন্য সূর্যের মুখোমুখি হলেন, তখন ঐ "যার জন্য" হলেন সে কই? তার বারনল, অন্য মলম কই? আপনার উচ্চতর অনুভূতি বা আত্মত্যাগের কি মূল্য তার কাছে? নাথিং ? (!) আপনি বয়ে বেড়াচ্ছেন বাকি সব খারাপ প্রতিক্রিয়ার সাথে "প্রবল বিতৃষ্ণা" ? আবার শেষটায় সলিউশন দিচ্ছেন ক্যামনে ইহার সহিত "সুসম্পর্ক" গড়িতে হয়? আমি মশাই ঠোঁটকাটা মানুষ। বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো তাহার সহিত কোন সুসস্পর্ক নাই। আরো বলবো,
"অপমানে হতে হবে তাহাদের সবার সমান!"
যদিও আমার কবিতার ভাষা বা আমি কখনই এমন ক্ষেত্রে এত নরম নই। ধন্যবাদ, সম্মানিত কবি।
ভুল হয়ে যায়। যা বলার দরকার ছিল সেদিন বলা হয় না, হয়তো খুব অভিমানে কিছু বলার ইচ্ছে মরে যায়। অনেক পরে মনে হয় বলা উচিৎ ছিল। তখন তো সে পর্ব শেষ! আর ফিরে পাওয়া যায় না! শোধরানো যায় না ভুল! আমি বলবো, সে বিতৃষ্ণাও, সে রাগও অনেকের জীবনে সফলতা বয়ে আনতে পারে। তুমি আমাকে ফিরিয়েছো, একদিন তোমাকেও দেখিয়ে দেবো! অবশ্যই শেষ দুটো লাইন যা লিখলেন, সত্য লিখেছেন, কিন্তু অপরের মাঝে সে আলোটা তো থাকতে হবে। জোর করে মুখ ডুবিয়ে কেউ তো দেখতে পারে না। শেষাংশ সে ক্ষমা, যিশুর চেতনা, সবাই তো আর ডিঙোতে পারে না! যত কিছুই বলি, আপনার কবিতার অনবদ্য দর্শন সঠিক! খুব সুন্দর সাবলীল শব্দে কবিতাটি লিখেছেন, যা মুগ্ধ করলো! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
জীবনবোধের এক গভীর অনুভূতি আচ্ছন্ন করে রেখেছে পুরো কবিতার শরীর। কিছু প্রাপ্তি, কিছু অপ্রাপ্তি, আকাঙ্খা ও হতাশার মিশেলে চলমান এক জীবন। কখনো কখনো তিক্ত টানাপোড়েনকে ছাড়িয়ে মেনে নেয়ার প্রবনতা, কখনো নিজের ইচ্ছা ও অনিচ্ছার বাইরে থেকেই চলমান সময়ের স্রোতে জীবনকে ভাসিয়ে দেয়া, সব মিলিয়ে যেন গন্তব্যের পথে হেঁটে যাওয়ার এক মিশন। এই মিশনে ছোট ছোট সংযুক্তিগুলিই সম্পর্ক/সুসম্পর্ক। দারুণ যুক্তি। খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা থাকলো প্রিয় কবির প্রতি।
শেষ স্তবকে কবি শেখান
যথার্থ জীবনবোধের সারবুঝ...
উপস্থাপনায় আলোকিত কবিসত্তার মহার্ঘ কথা...
নিঃসন্দেহে সুজাতা*****
জীবনের সাথে মিলিয়ে নিলে সত্যিই শান্তি আসে গো মনে
যদি হয় দোহে শ্রান্তি বিনোদনে সুখে আর দুঃখে
এক সনে।
বেশ ভালো লাগলো।
"সত্তা বিলিয়ে দিতে হয়না মিলিয়ে নিতে হয়"- অসম্ভব সুন্দর!
সুসম্পর্ক গড়া ,এক কঠিন ব্যাপার । নিজ অবস্থান আগে সঠিক বোঝা, পরে- পরকে কিছু বলা । ত্যগ- ঠকে যাওয়া মনে হয় এ আপনত্ব সত্তা আহরণের এক উপায় ।
জ্ঞানবান , অপূর্ব জীবনবোধের কাব্য ,মুগ্ধ ।
শুভসন্ধ্যা , আন্তরিক শুভেচ্ছা জানবেন , প্রবুদ্ধ প্রিয়কবি ।
চমৎকার জীবনবোধের অনন্য সুন্দর অনবদ্য কবিতা পাঠে মুগ্ধতা ছড়ালো প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
"মিলিয়ে নিতে হয় " "একটি সুসম্পর্ক " কবি ও কবিতার মাঝে
দোসর'রা যদি থাকে স্বাক্ষী হৃদয়ের কাছাকাছি কবিতার আসরে।।
অনেক ধন্যবাদ ও অভিনন্দন, প্রিয় কবি।
বিরহ মাখানো জীবন বোধের, অসাধারণ উপলব্ধির অনন্য কাব্যিক প্রকাশ! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সেই, কটা লোকে তা আর বোঁঝে!! ভারি সুন্দর। শুভকামনা রইল প্রিয় কবি।
মুগ্ধতা রইলো।
মুগ্ধতা রেখে গেলাম। ভালো থাকবেন কবি।
চমৎকার লেখা
কবিতাটি মনোহর কথামালায় ফুটিয়ে তুলেছেন কবি ।। আপনার দীর্ঘায়ু কামনা করছি ।। শুভ রাত্রি প্রিয় কবি