একদিন দিতে চেয়েছিলাম, আমার সবকিছু,
তখন উত্তর পেয়েছিলাম:
যে নিজের সত্তাও বিলিয়ে দিতে চায়,
তাকে কিছুই দেবার নেই,
আর তার কাছ থেকে তো কিছু নেবারও নেই।


আকাশের তারাগুলো, আমাকে বিদ্রূপ করেছিল,
দিনের প্রখর সূর্যের তেজ, আমাকে জ্বালিয়ে দিয়েছিল,
প্রবল বর্ষণ, আমাকে ভাসিয়ে নিয়ে সাগরে ফেলেছিল।


কি আশ্চর্য! তারপরেও বেঁচে ছিলাম প্রবল বিতৃষ্ণায়,
সময়ের প্রলেপে সেই অস্বীকারকে ব্রাত‍্য করে,
নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম জীবনের স্রোতে।


আজও সেই বিতৃষ্ণা আমাকে বিব্রত করে,
মনে হয়, কেন সেদিন বোঝাতে পারি নি,
সত্তা বিলিয়ে দিতে হয় না, মিলিয়ে নিতে হয়।
একটি সত্তার সাথে অন‍্য একটি সত্তার
পারস্পরিক সম্মানজনক সংযুক্তিই, একটি সুসম্পর্ক।