পেতে পেতে আকণ্ঠ পিয়াসী দাবিদারের,
সময় কোথায় কৃতজ্ঞতা স্বীকার করার?
ক্রমাগত নিজেকে উত্তমর্ণ ভাবার চিন্তায়,
লুপ্ত নিজস্ব ধর্ম, জ্ঞান, সুবুদ্ধি এবং চেতনা।
বিস্তৃত মুখগহ্বরে, বিশ্ব চরাচর উঁকি মারে,
চাহিদার অনন্ত প্রদাহে, অস্বীকার প্রিয়জনকে।


নিদ্রাহীন তমসায় উদ্ভট চিন্তার মাতামাতি,
অগুন্তি নীহারিকা ইষৎ বিবর্ণ সারি সারি,
অতিতের ধুমকেতু সমূহের বর্ণময় রীতিনীতি,
বর্তমানে পর্বতের মূষিক প্রসবের কাহিনী।
বিগ ব‍্যাং তত্ত্বের নিখুঁত প্রযুক্তিগত বৈশিষ্ট্যে
যাবতীয় সম্পদের পরিমাপ ক্রমশই বাহুল‍্যে।


বৈষয়িক চাহিদাহীন অন্তঃপুরে, বিবেকের অন্তক্ষরণ বৃদ্ধি,
প্রশ্নবাণে বিদ্ধ, সাদা মলাটে কালো পৃষ্ঠার সমৃদ্ধি!
সহ‍্যের সীমানা অতিক্রম করেও, একনিষ্ঠ স্বগতোক্তি:
"তোমার অধর্মের সমস্ত দায়, স্বীকার করে বসেই আছি,
যাতে তুমিই চিরদিন উত্তম থাকিতে পারো,
তাতেই আমার ভালোবাসার, ইহকাল,এবং পরকাল"।