পেতে পেতে আকণ্ঠ পিয়াসী দাবিদারের,
সময় কোথায় কৃতজ্ঞতা স্বীকার করার?
ক্রমাগত নিজেকে উত্তমর্ণ ভাবার চিন্তায়,
লুপ্ত নিজস্ব ধর্ম, জ্ঞান, সুবুদ্ধি এবং চেতনা।
বিস্তৃত মুখগহ্বরে, বিশ্ব চরাচর উঁকি মারে,
চাহিদার অনন্ত প্রদাহে, অস্বীকার প্রিয়জনকে।
নিদ্রাহীন তমসায় উদ্ভট চিন্তার মাতামাতি,
অগুন্তি নীহারিকা ইষৎ বিবর্ণ সারি সারি,
অতিতের ধুমকেতু সমূহের বর্ণময় রীতিনীতি,
বর্তমানে পর্বতের মূষিক প্রসবের কাহিনী।
বিগ ব্যাং তত্ত্বের নিখুঁত প্রযুক্তিগত বৈশিষ্ট্যে
যাবতীয় সম্পদের পরিমাপ ক্রমশই বাহুল্যে।
বৈষয়িক চাহিদাহীন অন্তঃপুরে, বিবেকের অন্তক্ষরণ বৃদ্ধি,
প্রশ্নবাণে বিদ্ধ, সাদা মলাটে কালো পৃষ্ঠার সমৃদ্ধি!
সহ্যের সীমানা অতিক্রম করেও, একনিষ্ঠ স্বগতোক্তি:
"তোমার অধর্মের সমস্ত দায়, স্বীকার করে বসেই আছি,
যাতে তুমিই চিরদিন উত্তম থাকিতে পারো,
তাতেই আমার ভালোবাসার, ইহকাল,এবং পরকাল"।
অনবদ্য!
অসাধারণ শব্দ সাজানোর ক্ষমতার আপনার!
প্রণাম নেবেন।
কবিতা পড়বো কী! আমি দেখছি শব্দের কী সুন্দর সমাহার, ব্যবহার! দারুন রূপক উক্তি রেখেছেন। সুন্দর কাব্যিক তিরষ্কার! আপনার ব্যাখ্যা পড়ে আরো ভালো লাগলো! খানিকটা রহস্যেই মোড়া ছিল যা কবিতার এক বৈশিষ্ট্য। সুন্দর! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
দুর্দান্ত রচনা, বাস্তব সমাজের জ্বলন্ত চিত্র প্রতিবাদের ভাষায় চমৎকার ফুটে উঠেছে আপনার লেখায় প্রিয় কবি।
বাস্তব জীবন বোধ।
ভালোবাসায় সব লুপ্ত হয়ে যায়। ভালোবাসা
ভালোবাসাই। সুন্দর লিখেছেন। শুভাকাঙ্ক্ষা
জানাই
"লুপ্ত নিজস্ব ধর্ম, জ্ঞান, সুবুদ্ধি ও চেতনা "
চরম বিশ্বাস ও ভাবনা থেকে কবির গোছালো ও জোরালো সুন্দর একটি কবিতা উপভোগ করলাম।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।
দুটি সম্পূর্ণ দুই ধরনের "অনাকাঙ্খিত" চরিত্র। যেখানে অনাকাঙ্খিত ভোগ এক চরিত্রে, অন্যটায় যেন উলুবনে মুক্তো ছড়িয়ে অনাকাঙ্খিত। অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
তুমি-তুমি আমি-আমি এটা বেমানান...
মানানসই উভয়ের সরলরেখায় অবস্থান...
ইহকাল-পরকালে তবেই পাবে যোগ্য সম্মান...
শর্মিষ্ঠা***
"চাহিদার অনন্ত প্রদাহে, অস্বীকার প্রিয়জনকে।"
জনমানসে, এমত ভাবনার প্রবল চাষ ,
আকছার জট বাঁধা মন ,এমনি ঘর করে বিশ্বাস ।
জীবনবোধের সুন্দর কাব্য বিচারের ভাবধারায় কাব্য প্রকাশ, মুগ্ধ ।
অশেষ অশেষ শুভকামনা , প্রবুদ্ধ প্রিয়কবি । ভাল থাকবেন সদা ।
দারুণ অনুভূতিতে লেখা জীবন বোধ এবং মানবিক ভাবনার অসাধারণ প্রতিবাদী কবিতা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
এক কথায় অসাধারণ, 💖
ভীষণ ভালো লাগলো দাদা।
খুব ভালো থাকুন সব সময়।
শ্রদ্ধা জানবেন ছোট বোনের।
মনে মনে নুয়ে আছি তো সদাই,
সকলের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।🙏
চমৎকার শব্দচয়নে রচিত অর্থপূর্ণ কাব্য পাঠে বেশ ভাল লাগা রইল প্রিয় কবি বন্ধু। শুভসন্ধ্যা।।
অসাধারন সুন্দর একটি জীবনবোধের কবিতা। কবিতার শব্দের বুনন, উপস্থাপন ও লেখনশৈলীতে মুগ্ধ হলাম। ভাল থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
শব্দের বুননে অন্তহীনের অনন্ত চাহিদার রূপকল্প এঁকে দিলেন কবি।
আমি চেয়েছি কেন তা পাইনা
আমি পেয়েছি কেন তা চাইনা "অনেকটা এরকম।
কবিতার প্রথম স্তবকই সব বলে দিয়েছে।
দ্বিতীয় স্তবকে নন্দনের অপার বিস্ময়ের মাঝে নির্ঘুম পাওয়া না পাওয়ার নিঃশ্বাস।
নিদারুণ কাব্যকথন। অপার শান্তি কামনা করু আপনার। ভালো থাকুন সুস্থ থাকুন
দারুণ জীবনবোধের কবিতা। শুভকামনা রইল
অন্তর্দাহে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণের অনন্য কাব্যিকতা।
মুঠো মুঠো ভালোলাগা এবং হার্দিক শুভকামনা জানবেন প্রিয় প্রবুদ্ধ কবি।
চমৎকার শব্দশৈলীতে জীবনবোধের গভীরতায় অসামান্য কাব্যশৈলী প্রদর্শন করলেন প্রিয় কবি। পাঠে ভীষণ মুগ্ধ!
শুভেচ্ছা অন্তহীন।
আপনার কবিতাটি অনবদ্য কথামালায় ফুটিয়ে তুলেছেন কবি ।। আপনার দীর্ঘায়ু কামনা করছি ।। ভালো থাকবেন সব সময় ।। শুভ কামনা অবিরাম
জীবনবোধের অনন্য চিত্র ফুটে উঠলো নান্দনিকভাবে শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। অপূর্ব! অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।
অসাধারণ প্রকাশ কবি। শুভকামনা নিরন্তর
What should I say.
It's not a statement.
It is a fire work.
Congrates to poet