একদিন আমার জীবনকে জিজ্ঞেস করেছিলাম:
তুমি ঠিক কি কি চাও?
মুচকি হেসে জীবন বলেছিল:
আমি তো তোমার জীবন,
তাই তোমার সাথেই থাকতে চাই।
বলেছিলাম: ভারি ফ‍্যাসাদ তো, বলতেই পারতে
লটারির প্রথম পুরস্কার চাই,
সুন্দর একটা বাড়ি, আর একটা গাড়িও চাই,
একটা নিটোল সুখের সংসার চাই..
আমাকে থামিয়ে দিয়ে, আমার জীবন বলেছিল:
একবারে আমাকে বন্দি করে দেবে?
আমি অবাক বিস্ময়ে চেয়েছিলাম জানালার বাইরে,
নীল আকাশে সাদা সাদা মেঘেরা ভেসে যাচ্ছে
দিগন্ত পেরিয়ে অজানাকে জানতে,
পাখিরা মনের সুখে ডানা মেলে নির্মল বাতাসে,
জলচর সেও তো বাধা বন্ধনহীন, ঢেউ এর তালে তালে।


সেই রৌদ্রকরোজ্জ্বল প্রভাতে,
মুক্তির আলোয় স্নান করে
আমি হেঁটেছি বহু বছর ধরে, প্রকৃতির সৌন্দর্যের মাঝে।
সবুজ বনানী বেষ্টিত সরোবর পেরিয়ে
পূর্ণচন্দ্র স্নাত সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে,
দূরে সুউচ্চ গম্ভীর পর্বতের পাদদেশের জনপদ থেকে
ভেসে আসা, কোনও ধর্মীয় অনুষ্ঠানের
প্রার্থনা সঙ্গীতের মূর্ছনার উপলব্ধিতে,
আমার মুক্ত জীবনের সাথে গাঁটছড়া বেঁধেছি।


আমি মুক্ত, আমি দৃপ্ত,
আমি চাই আরও শত সহস্র বছর বাঁচতে,
কচি, কাঁচা, বৃদ্ধ, বৃদ্ধা, অসহায় জীবন গুলোকে
কর্ম, শিক্ষা ও সংস্কৃতির সাথে একাত্ম করে,
এক উদারমনোভাবাপন্ন পৃথিবীর অংশীদার হয়ে
সমস্ত মানুষের সাথে মানবিকতার বন্ধনে,
একসাথে হেঁটে যাব আলোকবর্তিকার দিকে।