দ্রোহের ক্ষত বেড়ে গেলে
নদীও নিজেই সাঁতরে উঠে যায় কূলে।


আমার কি দোষ বল
যদি শূন্যতার সীমানা পেরিয়ে যেতে
দিতে হয় অবিরাম সাঁতার!


অভিমানী মেঘেরা আবার নিরুদ্দেশে যাবে
শুকনো পাতারা ঝরে যাবে নতুন কুঁড়ির আশায়
অপেক্ষা বসে রবে বৃষ্টি দিনের।
তুমি একটুকরো সন্ধ্যা নিয়ে
জাগিয়ে দেবে কবিতার ঘুম;
আমি চেয়ে রবো সময়ের ইতিহাস।


আমার কি দোষ বল
শিশিরের ছোঁয়ায় যদি জেগে ওঠো
হেমন্তের শিউলি ফুল ।