একাকী সন্ধ্যা।
জোনাকি জ্বলে ওঠে
যেন গহীনের কোন এক সূর্য অথবা চাঁদ;
স্মরণের ভোর জাগিয়ে দেয় স্মৃতির দিগন্ত।


ফিরে যাই, বেলা অবেলায়, চেয়ে থাকি দাঁড়িয়ে
অপেক্ষায় স্থির।
তুমি জানালায় ইচ্ছা অনিচ্ছার নৈঃশব্দ্য আঁকো;
আমি নৈঃশব্দ্য হয়ে উঠি
নৈঃশব্দ্য হয়ে যাই।


নৈঃশব্দ্যে ভেঙে পড়ে সব
সন্ধ্যা
       স্বপ্ন
            স্মৃতি।
জোনাকি নিভে যায়, হারায় অন্ধকারে,
ফিরে আসে না আর;
তুমি কান্নায় ভেঙে পড়ো।