বৃষ্টির ভিতরে তুমি
কখনো বা বাইরে ভেজা স্যাঁতসেঁতে
উদাস আলোর শাড়ি
গায়ে জড়িয়ে অমলিন হাওয়ায় নীল !


তুমি নীল হয়ে যাও।
নীল আনন্দ বাতাসের রঙে,
নিক্বণ জ্বলে নেবে।
নিখোঁজ স্বপ্নগুলো আকাশে
খুঁজে না পায় তারা।


আমিও বাইরে আসি
বৃষ্টির ভিতরে যাই
অথচ শুধুই শুনি –
কালো মেঘে ঢাকা আকাশের চিৎকার।