তবুও ফিরে যেতে হবে; হয় !
               আর নয় পিছনে ফিরে শুধুই দেখা
দেহে অথবা মননে হোক সমাপন
                       প্রণয়ের রেখা।


ফিরছি ভোরের চোখ – অন্ধকার ঠেলে ঠেলে
শিশিরে
খালিপায়ে
রৌদ্রস্নানে।


কিন্তু কার কাছে যাবো?


যে দোয়েল প্রতিদিন সকালে শিষ হয়ে ডাকে –
চড়ুই শালিক আর বুল্বুলির কলকাকলি ভেঙে
যে ঘুঘু ডেকে বেড়ায় ভরা দুপুরকে -
বিষণ্ণ রোদের শান্ত হাওয়ায় দোল -
                                         দুলে দুলে
যুবতীর খোলা চুলের স্পর্শ মেখে
চেয়ে থাকে যে পথ
আশায় আশায়।  


তবে কি কারো ফেরার কথা?
         আমার ফেরা কি তাই!
কার কাছে?
কেন ফেরা?


হেঁটে হেঁটে        পথ-মাঠ-খেতের আল
ভেসে ভেসে      নদী-বিল-খাল
বাতাসের তপ্ত রং -
আকাশে ছোটাছুটি ফড়িং, ঘুড়ি -
হিজলের গুহায় হুতুম ডাকের আঁচড় নিয়ে বুকে
শীতল ছায়াচাদর    
- এইতো ফিরছি আমি।


ফিরছি সকাল
ফিরছি দুপুর
ফিরছি বিকেল
ফিরছি সন্ধ্যা
ফিরছি রাত্রি হয়ে
    শিশির
  বৃষ্টি
         হয়ে সোনালী রোদ –
কিন্তু
কার কাছে যাবো!


তুমি কি এখনো ...........................
                         তুমি আছো !