তোমার নৈঃশব্দ বেজে ওঠে
আমি হিম হয়ে যাই।


তালপুকুরে ঝিঁঝিঁ ডাকলেই  
দু’চোখে ফাগুন আসে,
খরতাপে পুড়ে বর্ষায় ভিজে
খুব নিভৃতে দুঃখ ফুটে ওঠে।


স্বপ্নের লাভা জীবনকে পোড়ায়, স্বপ্ন পোড়ে না
সত্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে শূন্যতা।


উত্তীর্ণ প্রহর বিমূর্ত ভবিষ্যৎ চেয়ে দেখে।
আমি হিম হয়ে যাই


তোমার নৈঃশব্দ বেজে ওঠে।