জানলায় বৃষ্টি’রা নাচে সারাদিন
পাতা গড়িয়ে ঝর্ণা
উঠোন ভেসে বান


চুড়িগুলো টেবিলে
একটি–দুটি ভাঙা
জানলা দিয়ে বাইরে চেয়ে দূরে
ধুলোপড়া কাল
হিম লেগে কাদা মেখে রঙধনু চোখ


চেয়ে থাকে অন্য কোনো মানে-


বুকের ভিতর একতারা
বাজে সারাদিন
সারাদিন বৃষ্টি’রা
নাচে সারাদিন।