(১)


ওই যে, ঐ
দুপুরের ছায়া পেরুলেই আমাদের বাড়ি
উড়ে উড়ে একলা মেঘ আলো-ছায়া বিকেল
পুকুরের পাড় ঘেঁষে বয়ে চলা পথ
শৈশব-খেলাকরা ধুলো বাতাসে বাতাসে
একটা পাখি বার বার ডেকে যায়, একা
প্রজাপতিরা বসন্ত ছড়ায় ফুলে ফুলে
ফিস্‌ ফিস্‌ কথা বলে কিছু কবিতা
সন্ধ্যা ব’সে থাকে কোথাও
আর দূরে – ঐ যে ধুলোমাখা ছেলেটি
পাথরে পাথর ঘষে
অন্ধকার তাড়ায়!


(২)


পাতায় ফোঁটা ফোঁটা জল
অভিমান জ্ব’লে ওঠে
কঙ্কণ বাজে একলা
সারাদিন জানালায় দাঁড়িয়ে


অপেক্ষায় চেয়ে থাকে পথ
কে যেন ফিরবে! নাকি ফিরবেনা কোনদিন!
বৃষ্টি জলে উঠোন ভাসে
ঝিরঝিরে হাওয়ায় হা হা শুন্যতা


প্রার্থনা ব’সে শুধু জপমালা গোনে।