বেলাশেষে এখন আমায় ঘরে ফিরতে হবে
সারাটি দিন খেলেছি আমি কত না খেলা
তবু আমার খেলার শখ, এখনও যে মেলা।
ছেড়ে সব তোমার সাথে পাড়ি দিতে হবে
নইলে আবার তোমার গুরু, বড্ড রেগে যাবে।
পাগল এ মন  খেলার কাছে  শুধুই পড়ে রয়
তোমার হাত ধরে, তবু যেতে হবে অনিচ্ছায়
চির নিদ্রার নীরে; আমায় যে যেতেই হবে
সেই তেপান্তরে; খেলনাগুলি আমায় ভুলে যাবে।
যাবার পথে আমি তোমায় বলব বারেবারে
আমায় কি আর ফেরাবে না, ঐ খেলাঘরে?
যেথায় খেলনাগুলি পড়ে আছে নীরবে।


-----------------
২৯/০৯/২০১৬
কল্যাণী, নদীয়া