অর্থবলে বিদ্যালয়ে শ'য়ে শ'য়ে গাধা
ঘুম নেই তারাদের চোখে
সুদিনের আশায় হাজারো অভুক্ত পেট
দিন গোনে রাজপথে।
না জানি কত স্বপ্ন ভরা চোখ
নিশাচরী হয়ে ওঠে
দায়িত্বের বোঝা রাত্রি জাগায়
প্রাপ্তি শুধুই কালশিটে।  


মনে রেখো,
একদিন চূর্ণ হবে অবিচারী ইমারত
মহাপ্রলয়ের আগে,
বিপ্লবের শিখা
যায় না রোখা
ক্ষমতার কালো মেঘে।


মনে রেখো,
এ অশ্রু আমার নয়
এক সর্বস্বান্ত চাষার
এ অশ্রু আমার নয়
এক দুঃখিনী মায়ের
এ অশ্রু আমার নয়
এক দুর্ভাগা দেশের।


*********
২০.১১.২০২২
কল্যাণী, নদীয়া